AdGuru

Sunday, January 12, 2014

Local Citation Building.

আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন। এবং আপনাদের কাজগুলো কত পার্সেন্ট হল, তা যাচাই করার জন্য আমরা একটি জিমেইল একাউন্ট দিব। সেখানে আপনাদের কাজগুলো কি করলেন তার একটি রিপোর্ট দিতে পারেন। তাহলে আমরা চেক করে দেখতে পারব আপনাদের কাজগুলো ঠিক আছে কি না।
আরেকটি কথা না বললেই নয়, আমাদের এই ক্লাশ শেষ হবার পর আরও পোষ্ট এবং ক্লাশ হবে। তাই যারা SEO শিখতে চান, তারা যেন এই পোষ্টটি শেয়ার করেন। কারন এক সময় আমাদের পেজে বিভিন্ন পোষ্টের কারনে আর হয়তো খুজেই পাবেন না এই ক্লাশগুলো। আর যদি শেয়ার করেন তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলেই পাবেন ক্লাশগুলো।

0 comments:

Post a Comment