গত বছরের জুন মাসে আসার ঘোষণা দিয়ে দেড় বছরের দীর্ঘ প্রতীক্ষার পর
বাজারে আসছে দোয়েল ল্যাপটপ। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন দোয়েল বাজারে আসার
জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী ৯ অক্টোবর প্রধানমন্ত্রীর দোয়েল উদ্বোধনী
আনুষ্ঠানিকতাই বাকি রয়েছে এখন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু সম্প্রতি গণমাধ্যমকে জানান, কনফিগারেশনের ওপর ভিত্তি করে ল্যাপটপের দাম নির্ধারণ করা হয়েছে। দোয়েল প্রাথমিক মডেলের সম্ভাব্য দাম ১০ হাজার, "দোয়েল বেসিক" ১২ হাজার, "দোয়েল স্ট্যান্ডার্ড'" ২১ হাজার এবং "দোয়েল অ্যাডভান্স" মডেলটি ২৫ হাজার টাকায় বাজারে পাওয়া যাবে। তবে টেশিসের পক্ষ থেকে জানা গেছে, এই দাম এখনো নিশ্চিত নয়। তবে উল্লেখিত দামের খুব বেশি হেরফের হওয়ার আশঙ্কা কম। প্রধানমন্ত্রী উদ্বোধনের সময়ই চূড়ান্ত দাম ঘোষণা করবেন।
চাহিদার ওপর ভিত্তি করে চারটি ভিন্ন মডেলে 'দোয়েল' ল্যাপটপ বাজারে আসছে। কনফিগারেশনের ওপর ভিত্তি করে মডেলগুলোর দামেও বেশ পার্থক্য রয়েছে। মডেলগুলো হলো -
- দোয়েল প্রাথমিক ২১০২, মূল্য=১০ হাজার
- দোয়েল বেসিক ০৭০৩, মূল্য=১২ হাজার
- দোয়েল স্ট্যান্ডার্ড ২৬৩,মূল্য=২১ হাজার
- দোয়েল অ্যাডভান্স ১৬১২, মূল্য=২৫ হাজার
দোয়েল বেসিক ০৭০৩: এই মডেলে রয়েছে ১০.১ ইঞ্চি এলইডি ব্যাকলিট, ইনটেল অ্যাটম প্রসেসর, ইনটেল এনএম ১০ এক্সপ্রেস চিপসেট, ইন্টেল জিএমএ ৩১৫০ ইন্ট্রিগেটেড গ্রাফিক্স, ১ গিগাবাইটের ডিডিআর থ্রি র্যারম, ২৫০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক ড্রাইভ, ১.৩ মেগাপিক্সেলের ওয়েবক্যাম, ওয়াইফাই, লোকাল এরিয়া নেটওয়ার্কিং সমর্থন এবং তিনটি ইউএসবি ২.০ পোর্ট। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে ওপেনসোর্স "লিমাক্স"।
দোয়েল স্ট্যান্ডার্ড ২৬০৩: এই মডেলে ১২.১ ইঞ্চি এলইডি ব্যাকলিট, ইনটেল অ্যাটম প্রসেসর, ইনটেল এনএম ১০ এক্সপ্রেস চিপসেট, ইন্টেল জিএমএ ৩১৫০ ইন্ট্রিগ্রেটেড গ্রাফিক্স, ২ গিগাবাইটের ডিডিআর থ্রি RAM, ২৫০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক ড্রাইভ, ১.৩ মেগাপিক্সেলের ওয়েবক্যাম, ওয়াইফাই, লোকাল এরিয়া নেটওয়ার্কিং সমর্থন এবং তিনটি ইউএসবি ২.০ পোর্ট। এরও অপারেটিং সিস্টেম "লিনাক্স"।
দোয়েল অ্যাডভান্স ১৬১২ এই মডেলটি উচ্চ-কনফিগারেশনে তৈরি করা হয়েছে। এতে রয়েছে ১৪ ইঞ্চি এলইডি ব্যাকলিট, ইন্টেল পেন্টিয়াম প্রসেসর, ইন্টেল এইচএম ৫৫ চিপসেট, ২ গিগাবাইটের ডিডিআরথ্রি RAM, ৩২০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক ড্রাইভ, স্যামসাং ডিভিডি রাইটার, ১.৩ মেগাপিক্সেলের ইন্ট্রিগ্রেটেড ওয়েবক্যাম, লোকাল এরিয়া নেটওয়ার্কিং সুবিধা এবং তিনটি ইউএসবি ২.০ পোর্ট। এর অপারেটিং সিস্টেমও লিনাক্স।
প্রতিটি দোয়েল ল্যাপটপের সঙ্গে বিশেষ অনূদিত অপারেটিং সিস্টেমসহ ব্যবহারকারীর প্রয়োজনীয় সাধারণ সব সফটওয়্যারই স্থায়ীভাবে (বিল্ট-ইন) দেওয়া হবে। এর মধ্যে রয়েছে লেখালেখির সফটওয়্যার ওপেন অফিস, ছবি সম্পাদনার সফটওয়্যার গিম্পসহ উবুন্টুর প্রায় সব সফটওয়্যার। সাধারণ ব্যবহারকারীর কথা মাথায় রেখে এসব সফটওয়্যার বিশেষভাবে অনুবাদ করা হয়েছে। বাংলা লেখালেখির জন্য এতে যুক্ত করা হয়েছে জাতীয় কিবোর্ড লে-আউট। গ্রামের সাধারণ মানুষের কথা মাথায় রেখে এতে সরকারি 'কৃষি তথ্য সার্ভিস' এবং জাতীয় 'ই-তথ্যকোষ' অ্যাপ্লিকেশন আকারে যুক্ত করে দেওয়া হয়েছে। এ ছাড়া দোয়েলের নিজস্ব ব্র্যান্ডিংয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন ভিডিও ফুটেজ এবং প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সব পাঠ্যবইও যুক্ত করে দেওয়া হয়েছে। আর ল্যাপটপের সবগুলো ফিচার সহজে বোঝার জন্য এতে ৫২ থেকে ৫৪ পৃষ্ঠার একটি বিশেষ ম্যানুয়াল দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
0 comments:
Post a Comment