AdGuru

Saturday, January 25, 2014

Details of upcoming Handset Samsung Galaxy S5

Samsung Galaxy পরিবারে খুব শীঘ্রই যোগ হতে যাচ্ছে নতুন একটি গেলাক্সি সিরিজের মোবাইল Samsung Galaxy S5। মোবাইল টি এপ্রিল এ মার্কেট এ আসবে বলে জানা গেছে। এর আগে একটি পোস্ট এ আমি জানিয়েছি আপনাদের দিভাইস টি সম্পর্কে কিছু তথ্য এবং ফিচার। Samsung এই দিভাইস টি ফেব্রুয়ারী এর ২৩ তারিখ ঘোষণা করতে যাচ্ছে এবং মার্কেট এ আসছে এপ্রিল এ । কিন্তু ডিভাইসটিতে কি কি থাছে তা সম্পর্কে আপনি জানেন কি? না জেনে থাকলে আপনার জন্যেই আজকের এই পোস্ট। এই পোস্ট এ আজ দেখাচ্ছি আমাদের জানামতে Samsung Galaxy S5 সকল ফিচার এবং Specification.



galaxy s5 
 
                                                                    From left, Galaxy S3, S4, S5
ছবিতে দেখুন গেলাক্সি ৩ থেকে শুরু করে গেলাক্সি ৫ পর্যন্ত তিনটি দিভাইস এর চেহারার পার্থক্য। নতুন এই দিভাইস টি হতে যাচ্ছে আগের দিভাইস থেকে প্রায় অনেকটা আলাদা। নতুন এই দিভাইস টি দুইটি ভার্শন এ আসতে পারে একটি প্লাস্টিক বডি অপরটি মেটাল। এছারাও ৩ জিবি এবং ৩২ জিবি রম এর ভার্শন তো থাকছেই।
আপনি জানেন কি! এতে থাকছে 64-bit Oct-core প্রসেসর! আর কিছু লাগবে!


samsung_logo_720w


এছারাও নতুন ফিচার হিসেবে থাকছে QHD ডিসপ্লে এবং Eye Scanner ফিচার যা স্মার্টফোন এ এই প্রথম। QHD ডিসপ্লে এর আগের অন্য একটি কোম্পানি তে আমরা দেখেছি তাদের স্মার্টফোন এ। তবে স্যামসাঙ এ এই প্রথম এবং স্মার্টফোন জগতে দ্বিতীয় এই গেলাক্সি এস৫ এর ডিসপ্লে।
এই গেলো নতুন ফিচার। চলুন তবে এক নজরে দেখে নেই এই পর্যন্ত প্রকাশ পাওয়া ডিভাইসটির Specification
Samsung Galaxy S5 Specification


DISPLAY5.2 – 5.25-inch Super AMOLED; 2,560×1,440 pixels
PROCESSOROcta-core, 64-bit Exynos 6 and Snapdragon 800/805 models
RAM / INTERNAL MEMORY3 GB / 32 and 64 GB + microSD (up to 64 GB)
CAMERA (REAR)16 or 20 MP with ISOCELL sensor
MATERIALPlastic, metal or a plastic front and metal battery cover
CONNECTIVITYLTE, HSPA, GSM, Wi-Fi, Bluetooth 4.0, NFC, USB2.0 with MHL
DIMENSIONSTBC
WEIGHTTBC
BATTERY2,900 – 4,000 mAh (2,900 more likely)
OPERATING SYSTEMAndroid 4.4 KitKat with newly redesigned TouchWiz UI
AVAILABILITY AND PRICEAvailable April, same initial on-contract carrier pricing as the S4       

Iris scanner
Seeing double: Two version of the S5 are expected to go on sale in April, a metal and a plastic version

0 comments:

Post a Comment