AdGuru

This is default featured slide 1 title

The Largest and Most Popular technology news at Bengali, English, PC technology, computer, windows, hardware, software, reviews, PC gaming, tech news, software downloads, drivers, analysis and many more news enjoy, please stay tuned

This is default featured slide 2 title

The Largest and Most Popular technology news at Bengali, English, PC technology, computer, windows, hardware, software, reviews, PC gaming, tech news, software downloads, drivers, analysis and many more news enjoy, please stay tuned

This is default featured slide 3 title

The Largest and Most Popular technology news at Bengali, English, PC technology, computer, windows, hardware, software, reviews, PC gaming, tech news, software downloads, drivers, analysis and many more news enjoy, please stay tuned

This is default featured slide 4 title

The Largest and Most Popular technology news at Bengali, English, PC technology, computer, windows, hardware, software, reviews, PC gaming, tech news, software downloads, drivers, analysis and many more news enjoy, please stay tuned

This is default featured slide 5 title

The Largest and Most Popular technology news at Bengali, English, PC technology, computer, windows, hardware, software, reviews, PC gaming, tech news, software downloads, drivers, analysis and many more news enjoy, please stay tuned

Saturday, January 25, 2014

Details of upcoming Handset Samsung Galaxy S5

Samsung Galaxy পরিবারে খুব শীঘ্রই যোগ হতে যাচ্ছে নতুন একটি গেলাক্সি সিরিজের মোবাইল Samsung Galaxy S5। মোবাইল টি এপ্রিল এ মার্কেট এ আসবে বলে জানা গেছে। এর আগে একটি পোস্ট এ আমি জানিয়েছি আপনাদের দিভাইস টি সম্পর্কে কিছু তথ্য এবং ফিচার। Samsung এই দিভাইস টি ফেব্রুয়ারী এর ২৩ তারিখ ঘোষণা করতে যাচ্ছে এবং মার্কেট এ আসছে এপ্রিল এ । কিন্তু ডিভাইসটিতে কি কি থাছে তা সম্পর্কে আপনি জানেন কি? না জেনে থাকলে আপনার জন্যেই আজকের এই পোস্ট। এই পোস্ট এ আজ দেখাচ্ছি আমাদের জানামতে Samsung Galaxy S5 সকল ফিচার এবং Specification.



galaxy s5 
 
                                                                    From left, Galaxy S3, S4, S5
ছবিতে দেখুন গেলাক্সি ৩ থেকে শুরু করে গেলাক্সি ৫ পর্যন্ত তিনটি দিভাইস এর চেহারার পার্থক্য। নতুন এই দিভাইস টি হতে যাচ্ছে আগের দিভাইস থেকে প্রায় অনেকটা আলাদা। নতুন এই দিভাইস টি দুইটি ভার্শন এ আসতে পারে একটি প্লাস্টিক বডি অপরটি মেটাল। এছারাও ৩ জিবি এবং ৩২ জিবি রম এর ভার্শন তো থাকছেই।
আপনি জানেন কি! এতে থাকছে 64-bit Oct-core প্রসেসর! আর কিছু লাগবে!


samsung_logo_720w


এছারাও নতুন ফিচার হিসেবে থাকছে QHD ডিসপ্লে এবং Eye Scanner ফিচার যা স্মার্টফোন এ এই প্রথম। QHD ডিসপ্লে এর আগের অন্য একটি কোম্পানি তে আমরা দেখেছি তাদের স্মার্টফোন এ। তবে স্যামসাঙ এ এই প্রথম এবং স্মার্টফোন জগতে দ্বিতীয় এই গেলাক্সি এস৫ এর ডিসপ্লে।
এই গেলো নতুন ফিচার। চলুন তবে এক নজরে দেখে নেই এই পর্যন্ত প্রকাশ পাওয়া ডিভাইসটির Specification
Samsung Galaxy S5 Specification


DISPLAY5.2 – 5.25-inch Super AMOLED; 2,560×1,440 pixels
PROCESSOROcta-core, 64-bit Exynos 6 and Snapdragon 800/805 models
RAM / INTERNAL MEMORY3 GB / 32 and 64 GB + microSD (up to 64 GB)
CAMERA (REAR)16 or 20 MP with ISOCELL sensor
MATERIALPlastic, metal or a plastic front and metal battery cover
CONNECTIVITYLTE, HSPA, GSM, Wi-Fi, Bluetooth 4.0, NFC, USB2.0 with MHL
DIMENSIONSTBC
WEIGHTTBC
BATTERY2,900 – 4,000 mAh (2,900 more likely)
OPERATING SYSTEMAndroid 4.4 KitKat with newly redesigned TouchWiz UI
AVAILABILITY AND PRICEAvailable April, same initial on-contract carrier pricing as the S4       

Iris scanner
Seeing double: Two version of the S5 are expected to go on sale in April, a metal and a plastic version

Thursday, January 23, 2014

Some of the most expensive accidents

Some of the most expensive accidents in the World

Chernobyl Nuclear Plant



১৯৮৬ সালের এপ্রিল মাসের ২৬ তারিখে পৃথবীর সবচেয়ে ব্যয়বহুল দূর্ঘটনাটি ঘটেছিল। এই দূর্ঘটনাটির ফলে ২ লক্ষ মানুষকে সাথে সাথে স্থানান্তর করা হয়েছিল। ১৭ লক্ষ মানুষ এই দূর্ঘটনার ফলে নানা রোগে আক্র্রান্ত হয়েছিল। দূর্ঘটনার পরবর্তী বিভিন্ন সময়ের পরিসংখ্যান অনুযায়ী প্রায় ১২৫০০০ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছিল। এই দূর্ঘটনার ফলে ২০০বিলিয়ন ডলারের সমমান ক্ষতি হয়েছিল।

Space Shuttle Columbia

 



২০০৩ সালের ফেব্রুয়ারী মাসের ৩ তারিখে বিশ্বের ২য় বৃহত্তম ব্যয়বহুল দূর্ঘটনাটি ঘটে। ১৯৭৮ সালের হিসেব অনুযায়ী এতে ব্যয় হয়েছিল ২ বিলিয়ন ডলার যা বর্তমানে ৬.৩ বিলিয়ন ডলারের সমমান। এছাড়াও তদন্তের জন্য আরও প্রায় ৫০০ মিলিয়ন ডলার খরচ হয়েছিল এবং গবেষনাতে প্রায় ৩০০ মিলিয়ন ডলার খরচ হয়েছিল। সবমিলিয়ে বর্তমানের ১৩ বিলিয়ন ডলারের সমমান অর্থের ক্ষতি হয়েছিল।

prestige oil spill

 



২০০২ সালের নভেম্বর মাসের ১৩ তারিখে ৭৭০০০ টন জ্বালানী তেল নিয়ে স্পেনের গ্যালিসিয়াতে প্রচন্ড ঝড়ের কারনে ১২ টি টাংকির একটি বিস্ফোরিত হয়ে জাহাজটি দূর্ঘটনায় পতিত হয়। তখন জাহাজের নাবিক স্পেনের উদ্ধার কর্মীদের কাছে সাহায্যের জন্য আবেদন করেন, প্রত্যাশা করেছিলেন স্পেনের উদ্ধার কর্মীগন তাদের জাহাজটি সমুদ্রথেকে নির্দিষ্ট একটি নিরাপদ পতাশ্রয়ে নিয়ে যাবে। কিন্তু তাদের কাছ থেকে কোন প্রকার সাহায্যের আশ্বাস না পেয়ে ফ্রান্সের উদ্ধার কর্শিদের প্রতি সাহায্যের আবেদন করেন কিন্তু ফ্রান্সের উদ্ধার কর্মীগন তাদেরকে তাদের সমুদ্রসীমানার বাহিরে দূর্ঘটনা ঘটায় সাহায্য করতে অসংগতা প্রকাশ করে। এই দূর্ঘটনাটির ফলে ২০ মিলিয়ন গ্যালন জ্বালানী তেল সমুদ্রে পতিত হয়। সম্পূর্ন তদন্ত শেষে ঘোষনা করা হয় এই দূর্ঘটনার ফলে ১২ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়।

Challenger Explosion

 



স্পেস শাটল চ্যালেঞ্জার দুর্ঘটনা হচ্ছে একটি মহাকাশযান সংশ্লিষ্ট দূর্ঘটনা, যা সংঘটিত হয় ১৯৮৬ সালের ২৮ জানুয়ারি। সেদিন উড্ডয়নের ৭৩ সেকেন্ড পর যান্ত্রিক সমস্যার কারণে স্পেস শাটল চ্যালেঞ্জার ভেঙে টুকরো হয়ে যায়, এবং এর আরোহী সাত জন মহাকাশচারী মারা যান। এর ধ্বংসাবশেষ পতিত হয় আটলান্টিক মহাসাগরে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের কাছে। দূর্ঘটনটি ঘটার সময় ছিলো উত্তর আমেরিকার পূর্বাঞ্চলীয় আঞ্চলিক সময় সকাল ১১টা ৩৯ মিনিট, বিকাল ৪টা ৩৯ মিনিট। যার ফলে তৎকালীন সময়ের ২ বিলিয়ন ডলার বর্তমানের ৪.৫ বিলিয়ন ডলার। এছাড়া তদন্ত এবং উদ্ধার কাজে আরও ৪৫০ মিলিয়ন ডলার ১৯৮৬-১৯৮৭ সালের মধ্যে ব্যয় করা হয়।

piper alpha oil rig

 



পৃথিবীর ইতিহাসে এটি সবচেয় বড় তেল উত্তোলন কেন্দ্রের দূর্ঘটনার ঘটনা। যা থেকে প্রতিদিন ৩১৭০০০ ব্যারেল তেল উত্তোলন করা হয়। এই দূর্ঘটনায় কর্মরত ১৬৭ জন শ্রমিক মারা যায় এবং ৩.৪ বিলিয়ন ডলারের অর্থের ক্ষতি হয়।

exxon valdez

 



পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় তেল জাহাজ দূর্ঘটনা যা ১৯৮৯ সালের ২৪শে মার্চ সংগঠিত হয়। এই দূর্ঘটনার ফলে ১০.৮ মিলিয়ন গ্যালন তেল সমুদ্রপৃষ্টে পতিত হয়। যার ফলে ২.৫ বিলিয়ন ডলারের সমমান অর্থের ক্ষতি হয়।

Titanic

 



ডুবে যাওয়া টাউটানিক-ই হয়ত পৃথিবীর সবচেয়ে স্বরনীয় দূর্ঘটনা। যা প্রায় প্রত্যেক দেশের মানুষেরই জানা। ১৯১২ সালের ১৫ই এপ্রিল টাইটানিক দূর্ঘটনার কবলে পতিত হয়। এর ফলে ১৫০০ জন যাত্রী মৃত্যুবরন করে এবং এর মোট আর্থিক ক্ষতির পরিমান তৎকালীন সময়ে ৭ মিলিয়ন ডলার যা বর্তমানে ১৫০ মিলিয়ন ডলারের সমান।

Most costly fighter plane picture with value

 

Most Costly Military Fighter Plane

এফ/এ - ১৮ হর্নেট : $.94 মিলিয়ন

 

fa18_hornet.jpg

ইউএস আর্মির সর্বপ্রথম স্ট্রাইক ফাইটার বিমান। টুইন ইজ্ঞেনর এই যুদ্ধ বিমানটি সার্ভিস শুরু করে ১৯৮০ সনে। গ্রাউন্ড এবং এ্যারিয়াল উভং টার্গেটে এ্যাটাক করতে সক্ষম। বর্তমানে এটি ইউএস আর্মি ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, কুয়েত, মালয়েশিয়া, স্পেন এবং সুইজারল্যান্ড আর্মিতে ও সার্ভ করে যাচ্ছে।

EA-১৮G Growler: $.102 মিলিয়ন

 

ea18g_growler.jpg

এটি মূলত এফ/এ - ১৮ হর্নেট ফাইটারের একটি লাইট আর্ম ভার্সন যা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এর জন্যে ডেভলাপ করা (মূলত এখন NAVY তে সার্ভ করে যাচ্ছে)। এটি এ্যান্টি এ্যায়ারক্রাফ্ট রাডার অবজেক্ট কে খুজে বের করে এবং শত্রু পক্ষের কমিউনিকেশান সিস্টেমে নিজের পাঠানো সিগন্যালের মাধ্যমে পুরো জ্যাম করে দিতে সক্ষম।

V-22 অস্প্রে : $.118 মিলিয়ন

 

v22_osprey.jpg


২০০৭ সনের ইরাক যুদ্ধে প্রথম ব্যবহার করা হয়। টিল্ট রোটরের এই যুদ্ধাবিমান হেলিকপ্টাররে মত উঠা নামা করলেও এটি একটি ফিক্সড উইং প্লেনের চাইতে দ্রুত উড়ে থাকে। ভয়াবহ এই বিমানের ইতিহাস আরেকটু ঘাটলেই যানতে পারবেন এর ধ্বংসযজ্ঞের আরো তথ্য।

এফ-৩৫ লাইটিং  II : $.122 মিলিয়ন

f35_lightning2.jpg.

ইউএস মিলিটারির এ যাবৎ কালের সবচেয়ে বড় ডিল সই হয় এই সুপারসনিক ফাইটারের প্রজেক্ট শুরু হওয়ার কালে ২০০১ সনে। যদিও বর্তমানে এক্সপার্টরা মনে করছেন এই বিমান তাদের আশা পূরণ করতে পারেনি। তাদের মতে এটি খুবই লাইট এবং আন্ডারআর্মড। ২০০৭ এবং ২০০৮ সনে কম্পিউটার হ্যাকার দ্বারা ৭.৫ মিলিয়ন কোডের তথ্য পাচার কালীন সময়ে এই বিমানের তথ্যও পাচার হয়েছে বলে মনে করেন অনেকে। তাই কোন শত্রু পক্ষের স্কোয়াডে এই বিমানের দেখতে পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

E 2D - এ্যাডভান্সড হকআই : $.232 মিলিয়ন

e2d_hawkeye.jpg

এর পাওয়ারফুল এবং এ্যাডভান্সড রাডার সিস্টেম এর টেরিটরির ৩০০% এলাকা আরো বেশি কভার করবে। এটি এখনও আন্ডার ডেভেলাপমেন্ট অবস্থায় আছে। যদিও এর দুটি টেস্ট ভার্সন নেভি কে সাপ্লাই করা হয়েছে। এবং তারা ও এতে পজিটিভ ফিডব্যাক দিয়েছে।

VH-৭১ Kestrel :  $.241 মিলিয়ন

 

vh71_kestrel.jpg

এই হাইটেক হেলিকপ্টার প্রজেক্ট ইতোমধ্যে President's aging chopper fleet এর স্থলাভিষিক্ত হয়েছে। অর্থাৎ এটি বারাক ওবামার অফিস থেকে বাড়ী ফেরার যান হতে চলেছে। তবে গত 22 জুলাই এই বাজেট $৪৮৫ মিলিয়নে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

পি - ৮ এ Poseidon : $.290 মিলিয়ন

 

p8a_poseidon.jpg

এর ৭৮৭ জেট এর মিলিটারি ভার্সনটি নভি কে ব্যবহার করতে দেয়া হবে যা ব্যবহার হবে মূলত সাবমেরিন ওয়ারফেয়্যার এবং ইন্টেলিজেন্স গ্যাদারিং এর জন্যে। তবে পুরোপুরি সার্ভিস শুরু করতে এটি ২০১৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে ডেভেলপাররা বলছেন।

C17A গ্লোবমাষ্টার III : $.328 মিলিয়ন

c17a_globemaster3.jpg

এয়ারফোর্সের মিলিটারি ট্রান্সপোর্ট প্লেনটি মূলত যুদ্ধক্ষেত্রে মেডিকেল সার্ভিস দিয়ে থাকে এবং এয়ারড্রপ মিশনের সাথে যুক্ত। বর্তমানে ১৯০টি C17A গ্লোবমাষ্টার III সার্ভিসে রানিং অবস্থায় আছে। ১৯৯৩ সন থেকে নিরলস ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে।  ১০২ জন প্যারাট্রুপার একসাথে ডাইভ দিয়ে থাকে এই বিমান থেকে। ইরাক এবং আফগান যুদ্ধেও ব্যবহার করা হয়েছে এই বিমান।

F-22 Raptor : $.350 মিলিয়ন

 

f22_raptor.jpg

বিশ্বের সবচাইতে বেষ্ট কমব্যাট প্লেন হিসেবে বিবেচনা করা হয় এই এফ - ২২ রাপ্টারকে। এর মানুফ্যাকচারিং ডিজাইনার হচ্ছেন Lockheed Martin। শত্রু পক্ষের নিক্ষেপ করা ক্রুজ মিসাইল কে শুট ডাউন করার মত ভয়াবহ কাজ ছাড়াও আছে সুপারসনিক স্পীড। বর্তমানে সিনেট বড় ডিবেট চলছে যে এর আরো সাতটি বানানো হবে কি না তা নিয়ে। যার টেটাল খরচ পরবে $১.৬৭ বিলিয়ন এবং এই প্রোজেক্টে কাজ করবে ২৫০০০ এর ও বেশী আমেরিকান।

B-2 Spirit : $.2.4 বিলিয়ন

 

b2_spirit.jpg

আপনারা হয়ত আমার কথা বিশ্বাস করবেন না, তারপরেও পরেও বলি। ছোটবেলায় আমার এটি পছন্দের গেমস ছিল "Aero fighter 2"। জানিনা আপনাদের কেউ খেলেছেন কিনা। খেলে থাকলে নিশ্চই মনে করতে পারবেন যে এ্যারো ফাইটারের একটি বস ছিল হুবুহু এই বি - ২ স্পিরিট। আমি নিজেও প্রথমে দেখে অবাক হয়েছি। এটি বোমারু বিমান যার বর্তমানে ২০টি ইউএস আর্মির সার্ভিসে আছে। ইনফ্রারেড, এ্যাকুইস্টেক এবং ইলেক্ট্রোম্যাগনেটিক রাডার ভিসিউয়াল সিগন্যালেও একে খুজে পাওয়া সম্ভব হয়নি। আফগান এবং ইরাক যুদ্ধে সমানে বোমা ফেলা হয় এই বিমান দিয়ে।

Most Costly 10 Domain Name & Price

 

Ten valuable domain in the World

10. Toys.com [2009]

 




Domain price $.5.1 million Dollar

9. Casino.com [2003]

 

 




Domain price $.5.5 million Dollar

 

8. Israel.com [2008]

 




Domain price $.5.88 million Dollar

7. Beer.com [2004]

 

 




Domain price $.7 million Dollar

 

6. Business.com [1999]

 



Domain price $.7.5 million Dollar

 

5. Diamond.com [2006]

 






Domain price $.7.5 million Dollar

 

4. Porn.com [2007]

 

Add caption






Domain price $.9.5 million Dollar

 

3. Fund.com [2008]

 




  Domain price $.9.9 million Dollar

 

2. Sex.com [2006]







  Domain price $14 million Dollar

 

1. Insure.com [2009]




  Domain price $16 million Dollar

Please Collect Worldwide Best Car picture & Price

 

Best Car picture for you please take it

1. Bugatti Veyron $1,700,000.

 

 

2. Lamborghini Reventon $1,600,000.

 

 

3. McLaren F1 $970,000.

 

 

4. Ferrari Enzo $670,000.

 

 

5. Pagani Zonda C12 F $667,321.

 

6. SSC Ultimate Aero $654,400.

 

 

7. Saleen S7 Twin Turbo $555,000.

 

 

8. Koenigsegg CCX $545,568.

 

 

9. Mercedes Benz SLR McLaren Roadster $495,000.

 

 

10. Porsche Carrera GT $440,000.

Best Car as price in the World (Recent Display)

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী গাড়িগুলো সম্পর্কে কি জানা আছে? অনলাইনে পাওয়া তথ্য থেকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যয়বহুল/দামী ১০ টি গাড়ি নিয়ে পোস্টটি তৈরি করলাম। গাড়িগুলোর নাম, দাম এবং ছবি সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। 
 

Bugatti Veyron ( $1,700,000 ) :
 
 
 
Aston Martin Vanquish ( $255,000 ) :
 
  
 
Koenigsegg CCX ( $600,910 ) :


 
 
Pagani Zonda C12 F ( $741,000 ) :

 
 
 
Ferrari Enzo ( $1,000,000 ) :


 
 
Porsche Carrera GT ( $484,000 ) :



Mercedes SLR McLaren ( $455,500 ) :

 
 
 
Maybach 62 ( $385,250 ) :


 
 
Rolls-Royce Phantom ( $320,000 ) :


 
 
Lamborghini Murcielago ( $279,900 ) :


Toshiba 4-K Display Laptop

একের পর এক ৪কে ডিসপ্লের টিভি এবং মনিটর বাজারে আনছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে এবার কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে ৪কে ডিসপ্লে প্রযুক্তির ব্যবহারই ছিল বেশি। আর এরই মধ্যে তোশিবা ঘোষণা করেছে তারা ২০১৪ সালের মধ্যভাগে বাজারে আনবে দুটি ৪কের ল্যাপটপ।
ল্যাপটপ দুটির মধ্যে প্রথমটি হল টেকরা ডব্লিউ৫০ যার আল্ট্রা ইউএচডি (৩৮৪০ x ২১৬০) রেজুলেশন যার ডিসপ্লের আকার ১৫.৬ ইঞ্চি। এতে ব্যবহার করা হয়েছে হ্যাজওয়েল সিপিউ ও এনভিডিয়া কোয়াডরো কে২১০০এম জিপিউ। অপরদিকে আরেক ৪কে ডিসপ্লে সংবলিত ল্যাপটপটি হলো স্যাটেলাইট পি৫০টি যেটি একটি টাচস্ক্রিনসমৃদ্ধ এবং টেকরা ডব্লিউ৫০-এর তুলনায় বেশ হালকা। এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স বা মধ্যমানের মোবাইল গ্রাফিক্স।

toshiba 4k


টেকরা ডব্লিউ৫০ এডিশনের রয়েছে একটি ১০৮০পিক্সেল ডিসপ্লের সংস্করণও। আর এই ল্যাপটপকে কনফিগার করা যাবে সর্বোচ্চ কোয়াড কোর প্রসেসর এবং ৩২ গিগাবাইট র‍্যামে। টেকরা ডব্লিউ৫০ মূলত কার্যক্ষেত্রের জন্য প্রস্তুতকৃত। যে কারণে তোশিবা ল্যাপটপটিকে তাদের হাইলট অ্যাক্সেলেরেটেড লাইফ টেস্টিং প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করেছে। এর ফলে ল্যাপটপটি নিজের কার্যদক্ষতা নিশ্চিত করেছে যেকোনো পরিবেশে, এমনকি যেসব অবস্থায় ল্যাপটপটিকে হয়তো কখনও পড়তে হবে না তেমন পরিস্থিতিতেও নিজের কর্মদক্ষতা প্রমাণ করেছে নতুন ল্যাপটপটি।

এতে আরও আছে পানি প্রতিরোধক এলইডি ব্যাকলিট কিবোর্ড, আছে ১০ কি নাম্বার প্যাড, একটি ইন্টিগ্রেটেড ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল যা মূলত একটি এনক্রিপশন চিপ, ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং অপশনাল স্মার্টকার্ড প্রযুক্তি। কানেকশন পোর্ট হিসেবে আছে দুটি ইউএসবি ৩.০ পোর্ট, একটি ইউএসবি ২.০ পোর্ট, একটি মিডিয়া কার্ড রিডার, ইসাটা/ইউএসবি কম্বো, এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট। গিগাবিট ল্যান কার্ডও আছে সাথে।

তোশিবা কেবল ১০৮০পি ডিসপ্লের ডব্লিউ৫০ মডেলটির দাম ঘোষণা করেছে। ২০০০ ডলারে এই ল্যাপটপটি পাওয়া গেলেও অন্যগুলোর দাম কতো হবে বা কবে নাগাদ পাওয়া যাবে সে সংক্রান্ত তথ্য এখনও জানা যায়নি।