AdGuru

This is default featured slide 1 title

The Largest and Most Popular technology news at Bengali, English, PC technology, computer, windows, hardware, software, reviews, PC gaming, tech news, software downloads, drivers, analysis and many more news enjoy, please stay tuned

This is default featured slide 2 title

The Largest and Most Popular technology news at Bengali, English, PC technology, computer, windows, hardware, software, reviews, PC gaming, tech news, software downloads, drivers, analysis and many more news enjoy, please stay tuned

This is default featured slide 3 title

The Largest and Most Popular technology news at Bengali, English, PC technology, computer, windows, hardware, software, reviews, PC gaming, tech news, software downloads, drivers, analysis and many more news enjoy, please stay tuned

This is default featured slide 4 title

The Largest and Most Popular technology news at Bengali, English, PC technology, computer, windows, hardware, software, reviews, PC gaming, tech news, software downloads, drivers, analysis and many more news enjoy, please stay tuned

This is default featured slide 5 title

The Largest and Most Popular technology news at Bengali, English, PC technology, computer, windows, hardware, software, reviews, PC gaming, tech news, software downloads, drivers, analysis and many more news enjoy, please stay tuned

Thursday, January 23, 2014

Most costly fighter plane picture with value

 

Most Costly Military Fighter Plane

এফ/এ - ১৮ হর্নেট : $.94 মিলিয়ন

 

fa18_hornet.jpg

ইউএস আর্মির সর্বপ্রথম স্ট্রাইক ফাইটার বিমান। টুইন ইজ্ঞেনর এই যুদ্ধ বিমানটি সার্ভিস শুরু করে ১৯৮০ সনে। গ্রাউন্ড এবং এ্যারিয়াল উভং টার্গেটে এ্যাটাক করতে সক্ষম। বর্তমানে এটি ইউএস আর্মি ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, কুয়েত, মালয়েশিয়া, স্পেন এবং সুইজারল্যান্ড আর্মিতে ও সার্ভ করে যাচ্ছে।

EA-১৮G Growler: $.102 মিলিয়ন

 

ea18g_growler.jpg

এটি মূলত এফ/এ - ১৮ হর্নেট ফাইটারের একটি লাইট আর্ম ভার্সন যা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এর জন্যে ডেভলাপ করা (মূলত এখন NAVY তে সার্ভ করে যাচ্ছে)। এটি এ্যান্টি এ্যায়ারক্রাফ্ট রাডার অবজেক্ট কে খুজে বের করে এবং শত্রু পক্ষের কমিউনিকেশান সিস্টেমে নিজের পাঠানো সিগন্যালের মাধ্যমে পুরো জ্যাম করে দিতে সক্ষম।

V-22 অস্প্রে : $.118 মিলিয়ন

 

v22_osprey.jpg


২০০৭ সনের ইরাক যুদ্ধে প্রথম ব্যবহার করা হয়। টিল্ট রোটরের এই যুদ্ধাবিমান হেলিকপ্টাররে মত উঠা নামা করলেও এটি একটি ফিক্সড উইং প্লেনের চাইতে দ্রুত উড়ে থাকে। ভয়াবহ এই বিমানের ইতিহাস আরেকটু ঘাটলেই যানতে পারবেন এর ধ্বংসযজ্ঞের আরো তথ্য।

এফ-৩৫ লাইটিং  II : $.122 মিলিয়ন

f35_lightning2.jpg.

ইউএস মিলিটারির এ যাবৎ কালের সবচেয়ে বড় ডিল সই হয় এই সুপারসনিক ফাইটারের প্রজেক্ট শুরু হওয়ার কালে ২০০১ সনে। যদিও বর্তমানে এক্সপার্টরা মনে করছেন এই বিমান তাদের আশা পূরণ করতে পারেনি। তাদের মতে এটি খুবই লাইট এবং আন্ডারআর্মড। ২০০৭ এবং ২০০৮ সনে কম্পিউটার হ্যাকার দ্বারা ৭.৫ মিলিয়ন কোডের তথ্য পাচার কালীন সময়ে এই বিমানের তথ্যও পাচার হয়েছে বলে মনে করেন অনেকে। তাই কোন শত্রু পক্ষের স্কোয়াডে এই বিমানের দেখতে পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

E 2D - এ্যাডভান্সড হকআই : $.232 মিলিয়ন

e2d_hawkeye.jpg

এর পাওয়ারফুল এবং এ্যাডভান্সড রাডার সিস্টেম এর টেরিটরির ৩০০% এলাকা আরো বেশি কভার করবে। এটি এখনও আন্ডার ডেভেলাপমেন্ট অবস্থায় আছে। যদিও এর দুটি টেস্ট ভার্সন নেভি কে সাপ্লাই করা হয়েছে। এবং তারা ও এতে পজিটিভ ফিডব্যাক দিয়েছে।

VH-৭১ Kestrel :  $.241 মিলিয়ন

 

vh71_kestrel.jpg

এই হাইটেক হেলিকপ্টার প্রজেক্ট ইতোমধ্যে President's aging chopper fleet এর স্থলাভিষিক্ত হয়েছে। অর্থাৎ এটি বারাক ওবামার অফিস থেকে বাড়ী ফেরার যান হতে চলেছে। তবে গত 22 জুলাই এই বাজেট $৪৮৫ মিলিয়নে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

পি - ৮ এ Poseidon : $.290 মিলিয়ন

 

p8a_poseidon.jpg

এর ৭৮৭ জেট এর মিলিটারি ভার্সনটি নভি কে ব্যবহার করতে দেয়া হবে যা ব্যবহার হবে মূলত সাবমেরিন ওয়ারফেয়্যার এবং ইন্টেলিজেন্স গ্যাদারিং এর জন্যে। তবে পুরোপুরি সার্ভিস শুরু করতে এটি ২০১৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে ডেভেলপাররা বলছেন।

C17A গ্লোবমাষ্টার III : $.328 মিলিয়ন

c17a_globemaster3.jpg

এয়ারফোর্সের মিলিটারি ট্রান্সপোর্ট প্লেনটি মূলত যুদ্ধক্ষেত্রে মেডিকেল সার্ভিস দিয়ে থাকে এবং এয়ারড্রপ মিশনের সাথে যুক্ত। বর্তমানে ১৯০টি C17A গ্লোবমাষ্টার III সার্ভিসে রানিং অবস্থায় আছে। ১৯৯৩ সন থেকে নিরলস ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে।  ১০২ জন প্যারাট্রুপার একসাথে ডাইভ দিয়ে থাকে এই বিমান থেকে। ইরাক এবং আফগান যুদ্ধেও ব্যবহার করা হয়েছে এই বিমান।

F-22 Raptor : $.350 মিলিয়ন

 

f22_raptor.jpg

বিশ্বের সবচাইতে বেষ্ট কমব্যাট প্লেন হিসেবে বিবেচনা করা হয় এই এফ - ২২ রাপ্টারকে। এর মানুফ্যাকচারিং ডিজাইনার হচ্ছেন Lockheed Martin। শত্রু পক্ষের নিক্ষেপ করা ক্রুজ মিসাইল কে শুট ডাউন করার মত ভয়াবহ কাজ ছাড়াও আছে সুপারসনিক স্পীড। বর্তমানে সিনেট বড় ডিবেট চলছে যে এর আরো সাতটি বানানো হবে কি না তা নিয়ে। যার টেটাল খরচ পরবে $১.৬৭ বিলিয়ন এবং এই প্রোজেক্টে কাজ করবে ২৫০০০ এর ও বেশী আমেরিকান।

B-2 Spirit : $.2.4 বিলিয়ন

 

b2_spirit.jpg

আপনারা হয়ত আমার কথা বিশ্বাস করবেন না, তারপরেও পরেও বলি। ছোটবেলায় আমার এটি পছন্দের গেমস ছিল "Aero fighter 2"। জানিনা আপনাদের কেউ খেলেছেন কিনা। খেলে থাকলে নিশ্চই মনে করতে পারবেন যে এ্যারো ফাইটারের একটি বস ছিল হুবুহু এই বি - ২ স্পিরিট। আমি নিজেও প্রথমে দেখে অবাক হয়েছি। এটি বোমারু বিমান যার বর্তমানে ২০টি ইউএস আর্মির সার্ভিসে আছে। ইনফ্রারেড, এ্যাকুইস্টেক এবং ইলেক্ট্রোম্যাগনেটিক রাডার ভিসিউয়াল সিগন্যালেও একে খুজে পাওয়া সম্ভব হয়নি। আফগান এবং ইরাক যুদ্ধে সমানে বোমা ফেলা হয় এই বিমান দিয়ে।

Most Costly 10 Domain Name & Price

 

Ten valuable domain in the World

10. Toys.com [2009]

 




Domain price $.5.1 million Dollar

9. Casino.com [2003]

 

 




Domain price $.5.5 million Dollar

 

8. Israel.com [2008]

 




Domain price $.5.88 million Dollar

7. Beer.com [2004]

 

 




Domain price $.7 million Dollar

 

6. Business.com [1999]

 



Domain price $.7.5 million Dollar

 

5. Diamond.com [2006]

 






Domain price $.7.5 million Dollar

 

4. Porn.com [2007]

 

Add caption






Domain price $.9.5 million Dollar

 

3. Fund.com [2008]

 




  Domain price $.9.9 million Dollar

 

2. Sex.com [2006]







  Domain price $14 million Dollar

 

1. Insure.com [2009]




  Domain price $16 million Dollar

Please Collect Worldwide Best Car picture & Price

 

Best Car picture for you please take it

1. Bugatti Veyron $1,700,000.

 

 

2. Lamborghini Reventon $1,600,000.

 

 

3. McLaren F1 $970,000.

 

 

4. Ferrari Enzo $670,000.

 

 

5. Pagani Zonda C12 F $667,321.

 

6. SSC Ultimate Aero $654,400.

 

 

7. Saleen S7 Twin Turbo $555,000.

 

 

8. Koenigsegg CCX $545,568.

 

 

9. Mercedes Benz SLR McLaren Roadster $495,000.

 

 

10. Porsche Carrera GT $440,000.

Best Car as price in the World (Recent Display)

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী গাড়িগুলো সম্পর্কে কি জানা আছে? অনলাইনে পাওয়া তথ্য থেকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যয়বহুল/দামী ১০ টি গাড়ি নিয়ে পোস্টটি তৈরি করলাম। গাড়িগুলোর নাম, দাম এবং ছবি সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। 
 

Bugatti Veyron ( $1,700,000 ) :
 
 
 
Aston Martin Vanquish ( $255,000 ) :
 
  
 
Koenigsegg CCX ( $600,910 ) :


 
 
Pagani Zonda C12 F ( $741,000 ) :

 
 
 
Ferrari Enzo ( $1,000,000 ) :


 
 
Porsche Carrera GT ( $484,000 ) :



Mercedes SLR McLaren ( $455,500 ) :

 
 
 
Maybach 62 ( $385,250 ) :


 
 
Rolls-Royce Phantom ( $320,000 ) :


 
 
Lamborghini Murcielago ( $279,900 ) :


Toshiba 4-K Display Laptop

একের পর এক ৪কে ডিসপ্লের টিভি এবং মনিটর বাজারে আনছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে এবার কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে ৪কে ডিসপ্লে প্রযুক্তির ব্যবহারই ছিল বেশি। আর এরই মধ্যে তোশিবা ঘোষণা করেছে তারা ২০১৪ সালের মধ্যভাগে বাজারে আনবে দুটি ৪কের ল্যাপটপ।
ল্যাপটপ দুটির মধ্যে প্রথমটি হল টেকরা ডব্লিউ৫০ যার আল্ট্রা ইউএচডি (৩৮৪০ x ২১৬০) রেজুলেশন যার ডিসপ্লের আকার ১৫.৬ ইঞ্চি। এতে ব্যবহার করা হয়েছে হ্যাজওয়েল সিপিউ ও এনভিডিয়া কোয়াডরো কে২১০০এম জিপিউ। অপরদিকে আরেক ৪কে ডিসপ্লে সংবলিত ল্যাপটপটি হলো স্যাটেলাইট পি৫০টি যেটি একটি টাচস্ক্রিনসমৃদ্ধ এবং টেকরা ডব্লিউ৫০-এর তুলনায় বেশ হালকা। এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স বা মধ্যমানের মোবাইল গ্রাফিক্স।

toshiba 4k


টেকরা ডব্লিউ৫০ এডিশনের রয়েছে একটি ১০৮০পিক্সেল ডিসপ্লের সংস্করণও। আর এই ল্যাপটপকে কনফিগার করা যাবে সর্বোচ্চ কোয়াড কোর প্রসেসর এবং ৩২ গিগাবাইট র‍্যামে। টেকরা ডব্লিউ৫০ মূলত কার্যক্ষেত্রের জন্য প্রস্তুতকৃত। যে কারণে তোশিবা ল্যাপটপটিকে তাদের হাইলট অ্যাক্সেলেরেটেড লাইফ টেস্টিং প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করেছে। এর ফলে ল্যাপটপটি নিজের কার্যদক্ষতা নিশ্চিত করেছে যেকোনো পরিবেশে, এমনকি যেসব অবস্থায় ল্যাপটপটিকে হয়তো কখনও পড়তে হবে না তেমন পরিস্থিতিতেও নিজের কর্মদক্ষতা প্রমাণ করেছে নতুন ল্যাপটপটি।

এতে আরও আছে পানি প্রতিরোধক এলইডি ব্যাকলিট কিবোর্ড, আছে ১০ কি নাম্বার প্যাড, একটি ইন্টিগ্রেটেড ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল যা মূলত একটি এনক্রিপশন চিপ, ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং অপশনাল স্মার্টকার্ড প্রযুক্তি। কানেকশন পোর্ট হিসেবে আছে দুটি ইউএসবি ৩.০ পোর্ট, একটি ইউএসবি ২.০ পোর্ট, একটি মিডিয়া কার্ড রিডার, ইসাটা/ইউএসবি কম্বো, এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট। গিগাবিট ল্যান কার্ডও আছে সাথে।

তোশিবা কেবল ১০৮০পি ডিসপ্লের ডব্লিউ৫০ মডেলটির দাম ঘোষণা করেছে। ২০০০ ডলারে এই ল্যাপটপটি পাওয়া গেলেও অন্যগুলোর দাম কতো হবে বা কবে নাগাদ পাওয়া যাবে সে সংক্রান্ত তথ্য এখনও জানা যায়নি।

Comming Soon Windows-9


windows 8


মাইক্রোসফটের সর্বাধিক জনপ্রিয় সফটওয়্যার উইন্ডোজের নতুন সংস্করণ উইন্ডোজ ৮.১ বাজারে আসার পর এবার তারা কাজ করছে উইন্ডোজ ৮.১ ‘আপডেট ১’ নিয়ে। কিন্তু তারচেয়ে বড় খবর হলো, কোম্পানিটি একইসঙ্গে উইন্ডোজ ৯ নিয়েও পরিকল্পনার ছক তৈরি করতে শুরু করেছে।

তথ্য প্রযুক্তি বিষয়ক সাইট দি ভার্জ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আসছে এপ্রিলের ‘বিল্ড ২০১৪’ ডেভেলপার কনফারেন্সে মাইক্রোসফট তাদের উইন্ডোজ ৯ সম্পর্কিত ভিশন উপস্থাপন করবে। আর এক বছর পর অর্থাৎ ২০১৫-এর এপ্রিলে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে উইন্ডোজের পরবর্তী মেজর সংস্করণ।
জানা গেছে, উইন্ডোজ ৮-এ মেট্রো বা মডার্ন ইউজার ইন্টারফেসের কারণে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে মাইক্রোসফটকে। উইন্ডোজ ৮ সংক্রান্ত এই সমালোচনা সরিয়ে নিতেই যত তাড়াতাড়ি সম্ভব ‘উইন্ডোজ ৮’ থেকে ‘উইন্ডোজ ৯’-এ চলে যেতে চাইছে মাইক্রোসফট। আর তাই এখনই তারা আগামী মেজর সংস্করণ নিয়ে পরিকল্পনা করতে শুরু করেছে।

অবশ্য এর আগে এ বছরের শেষের দিকে মাইক্রোসফট উইন্ডোজ ৮.১-এর জন্য ‘আপডেট ২’ রিলিজ করবে বলেও জানা গেছে।
দি ভার্জ জানিয়েছে, মাইক্রোসফট মূলত তিনটি মূল মাইলফলক অর্জনের লক্ষ্যে উইন্ডোজ ৯ নিয়ে কাজ করবে। তবে এগুলোর মধ্যে বিল্ড ডেভেলপার কনফারেন্সে কয়টি নিয়ে মাইক্রোসফট মুখ খুলবে তা জানা যায়নি। সফটওয়্যার জায়ান্ট বিল্ড কনফারেন্সে উইন্ডোজ ৯ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণার পরপরই তা নিয়ে কাজ শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

উইন্ডোজ ৮ নিয়ে মাইক্রোসফটের অনেক পরিকল্পনা থাকলেও দু’টি ভিন্ন ইউজার ইন্টারফেস একসঙ্গে জুড়ে দেয়ায় আর স্টার্ট মেনু নিশ্চিহ্ন করে দেয়ায় সেই পরিকল্পনার অনেকটাই ভেস্তে গেছে। এছাড়াও হাইব্রিড ডিভাইসের জন্য উপযোগী করে তুলতে হলে উইন্ডোজকে আরও বহুদূর পাড়ি দিতে হবে। শুরুতেই উইন্ডোজ ৮ নিয়ে ব্যাপক সমালোচনা হয়ে যাওয়ায় সঙ্গত কারণেই মাইক্রোসফট উইন্ডোজ ৮ ব্র্যান্ডিং নিয়ে খুব বেশিদিন কাটাতে চাইছে না, যেমনটা অ্যাপল তাদের ওএস ১০ দিয়ে করে থাকে। সেক্ষেত্রে উইন্ডোজ ৯-ই হতে যাচ্ছে কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে বড় উইন্ডোজ রিলিজ।
এবার কেবল অপেক্ষা আগামী এপ্রিল ও তার পরের এপ্রিল পর্যন্ত।

New Model 4 Toshiba Laptop now are available in Bangladesh


 priyo


দেশের বাজারে উন্মুক্ত হয়েছে তোশিবার নতুন চারটি মডেলের ল্যাপটপ। এ চারটি মডেল হচ্ছে তোশিবার স্যাটেলাইট সি৪০-থার্ড জেনারেশন কোর আই থ্রি, স্যাটেলাইট ইউ৯২০টি কোর আই ফাইভ আল্ট্রাবুক, স্যাটেলাইট ইউ৮৪০ডব্লিউ কোর আই ফাইভ সিনেমাটিক আল্ট্রাবুক এবং বিশ্বের সবচেয়ে হালকা আল্ট্রাবুক পোর্টিজি জেড৯৩০। 

রাজধানীর এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ল্যাপটপগুলোর বাজারে আসার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এর চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, তোশিবা একটি জাপানি ব্রান্ড। গুণগত সেবার মাধ্যমে তোশিবা বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তিপ্রেমীদের কাছে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছে। তোশিবা ব্রান্ডের অন্যতম প্রধান মূলনীতি হচ্ছে, যেকোন মূল্যে পণ্যের গুণগত মান ঠিক রাখা। বিশেষ করে, তোশিবা ব্রান্ডের ল্যাপটপের বিক্রয়োত্তর সেবার যে পলিসি তা অন্য যেকোন ব্রান্ডের তুলনায় শ্রেয়তর। তাই তোশিবা ল্যাপটপ ব্যবহারকারীগন যেকোন প্রকারের ভোগান্তি থেকে সবসময়ই নিরাপদ থাকেন। তাছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজিস এর বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং ল্যাপটপ মার্কেটিং বিভাগের প্রধান মুজাহিদ আলবেরুনী সুজন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তোশিবা পন্য ব্যবস্থাপক রেজাউল করিম তুহিন। অনুষ্ঠানে তোশিবা ল্যাপটপের নতুন অফার ঘোষনা করেন স্মার্ট মহাব্যবস্থাপক জাফর আহমেদ। তিনি বলেন, স্থবির আইটি বাজারকে সচল করার উদ্দ্যেশ্যে আমরা প্রতিটি মডেলের তোশিবা ল্যাপটপের সাথে একটি করে মোবাইল হ্যান্ডসেট উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানে বিশেষ র‌্যাফল ড্র এবং কুইজের ব্যবস্থা করা হয়।
আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা নতুন মডেলের ল্যাপটপগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হল:


তোশিবা স্যাটেলাইট সি৪০ : এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আই থ্রি ৩১২০এম প্রসেসর, ইন্টেল সেভেন সিরিজ এক্সপ্রেস চিপসেট, ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ এবং ডিভিডি রাইটার। মূল্য: ৩৮ হাজার ৯০০ টাকা।

তোশিবা স্যাটেলাইট ইউ৯২০টি : এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল ইউএলভি কোর আই ফাইভ ৩৩৩৭ইউ প্রসেসর, উইন্ডোজ এইট ৬৪ বিট জেনুইন অপারেটিং সিস্টেম, ইন্টেল এইচএম৭৭ চিপসেট, ২ জিবি এনভিদিয়া গ্রাফিক্স কার্ড, মাল্টি জেসচার টাচপ্যাড, ৩২ জিবি এসএসডি, ৬৪০ জিবি হার্ডড্রাইভ, থ্রিডি শক সেন্সর, ৫ ঘন্টা পাওয়ার ব্যাকআপ। মূল্য: ৮৪ হাজার টাকা।

স্যাটেলাইট ইউ৯২০টি : এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই ফাইভ ৩৩৩৭ মডেলের প্রসেসর, অরিজিনাল উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেম, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ইন্টেল এইচএম৭৭ এক্সপ্রেস চিপসেট, ১২.৫ ইঞ্চি ডিসপ্লে, এইচডি গ্রাফিক্স কার্ড, ১২৮ জিবি এসএসডি সহ আরও বেশকিছু আকর্ষণীয় ফিচার। মূল্য: ১ লাখ ২৫ হাজার টাকা।

স্যাটেলাইট ইউ৮৪০ডব্লিউ : সিনেমা দেখার জন্য বিশেষায়িত এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই ফাইভ ৩৩৩৭ইউ প্রসেসর, উইন্ডোজ এইট, ৬ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ১৪.৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, ৫০০ জিবি হার্ডডিস্ক, ৩২ জিবি এসএসডি, হার্মান কার্ডন স্পীকার ও বিল্ট ইন এইচডি ওয়েবক্যাম। মূল্য: ৮৫ হাজার টাকা।

পোর্টিজি জেড৯৩০ আল্ট্রাবুক: বিশ্বের সবচেয়ে হালকা ওজনের এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই সেভেন-৩৬৮৭ইউ মডেলের প্রসেসর, উইন্ডোজ এইট প্রো ৬৪ বিট অপারেটিং সিস্টেম, ইন্টেল সেভেন সিরিজ এক্সপ্রেস চিপসেট, ৬ জিবি ডিডিআরথ্রি র‌্যাম (১৬ জিবি পর্যন্ত বর্ধনযোগ্য), ২৫৬ জিবি এসএসডি, বøুটুথ ৪.০, বিল্ট ইন ওয়েবক্যাম স্টেরিও স্পীকার, ৮ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং তিন বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা। মূল্য: ১ লাখ ৭১ হাজার টাকা।

দেশের বাজারে উন্মুক্ত হয়েছে তোশিবার নতুন চারটি মডেলের ল্যাপটপ। এ চারটি মডেল হচ্ছে তোশিবার স্যাটেলাইট সি৪০-থার্ড জেনারেশন কোর আই থ্রি, স্যাটেলাইট ইউ৯২০টি কোর আই ফাইভ আল্ট্রাবুক, স্যাটেলাইট ইউ৮৪০ডব্লিউ কোর আই ফাইভ সিনেমাটিক আল্ট্রাবুক এবং বিশ্বের সবচেয়ে হালকা আল্ট্রাবুক পোর্টিজি জেড৯৩০।

রাজধানীর এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ল্যাপটপগুলোর বাজারে আসার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এর চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, তোশিবা একটি জাপানি ব্রান্ড। গুণগত সেবার মাধ্যমে তোশিবা বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তিপ্রেমীদের কাছে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছে। তোশিবা ব্রান্ডের অন্যতম প্রধান মূলনীতি হচ্ছে, যেকোন মূল্যে পণ্যের গুণগত মান ঠিক রাখা। বিশেষ করে, তোশিবা ব্রান্ডের ল্যাপটপের বিক্রয়োত্তর সেবার যে পলিসি তা অন্য যেকোন ব্রান্ডের তুলনায় শ্রেয়তর। তাই তোশিবা ল্যাপটপ ব্যবহারকারীগন যেকোন প্রকারের ভোগান্তি থেকে সবসময়ই নিরাপদ থাকেন। তাছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজিস এর বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং ল্যাপটপ মার্কেটিং বিভাগের প্রধান মুজাহিদ আলবেরুনী সুজন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তোশিবা পন্য ব্যবস্থাপক রেজাউল করিম তুহিন। অনুষ্ঠানে তোশিবা ল্যাপটপের নতুন অফার ঘোষনা করেন স্মার্ট মহাব্যবস্থাপক জাফর আহমেদ। তিনি বলেন, স্থবির আইটি বাজারকে সচল করার উদ্দ্যেশ্যে আমরা প্রতিটি মডেলের তোশিবা ল্যাপটপের সাথে একটি করে মোবাইল হ্যান্ডসেট উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানে বিশেষ র‌্যাফল ড্র এবং কুইজের ব্যবস্থা করা হয়।
আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা নতুন মডেলের ল্যাপটপগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হল:

তোশিবা স্যাটেলাইট সি৪০ : এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আই থ্রি ৩১২০এম প্রসেসর, ইন্টেল সেভেন সিরিজ এক্সপ্রেস চিপসেট, ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ এবং ডিভিডি রাইটার। মূল্য: ৩৮ হাজার ৯০০ টাকা।

তোশিবা স্যাটেলাইট ইউ৯২০টি : এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল ইউএলভি কোর আই ফাইভ ৩৩৩৭ইউ প্রসেসর, উইন্ডোজ এইট ৬৪ বিট জেনুইন অপারেটিং সিস্টেম, ইন্টেল এইচএম৭৭ চিপসেট, ২ জিবি এনভিদিয়া গ্রাফিক্স কার্ড, মাল্টি জেসচার টাচপ্যাড, ৩২ জিবি এসএসডি, ৬৪০ জিবি হার্ডড্রাইভ, থ্রিডি শক সেন্সর, ৫ ঘন্টা পাওয়ার ব্যাকআপ। মূল্য: ৮৪ হাজার টাকা।

স্যাটেলাইট ইউ৯২০টি : এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই ফাইভ ৩৩৩৭ মডেলের প্রসেসর, অরিজিনাল উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেম, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ইন্টেল এইচএম৭৭ এক্সপ্রেস চিপসেট, ১২.৫ ইঞ্চি ডিসপ্লে, এইচডি গ্রাফিক্স কার্ড, ১২৮ জিবি এসএসডি সহ আরও বেশকিছু আকর্ষণীয় ফিচার। মূল্য: ১ লাখ ২৫ হাজার টাকা।

স্যাটেলাইট ইউ৮৪০ডব্লিউ : সিনেমা দেখার জন্য বিশেষায়িত এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই ফাইভ ৩৩৩৭ইউ প্রসেসর, উইন্ডোজ এইট, ৬ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ১৪.৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, ৫০০ জিবি হার্ডডিস্ক, ৩২ জিবি এসএসডি, হার্মান কার্ডন স্পীকার ও বিল্ট ইন এইচডি ওয়েবক্যাম। মূল্য: ৮৫ হাজার টাকা।

পোর্টিজি জেড৯৩০ আল্ট্রাবুক: বিশ্বের সবচেয়ে হালকা ওজনের এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই সেভেন-৩৬৮৭ইউ মডেলের প্রসেসর, উইন্ডোজ এইট প্রো ৬৪ বিট অপারেটিং সিস্টেম, ইন্টেল সেভেন সিরিজ এক্সপ্রেস চিপসেট, ৬ জিবি ডিডিআরথ্রি র‌্যাম (১৬ জিবি পর্যন্ত বর্ধনযোগ্য), ২৫৬ জিবি এসএসডি, বøুটুথ ৪.০, বিল্ট ইন ওয়েবক্যাম স্টেরিও স্পীকার, ৮ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং তিন বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা। মূল্য: ১ লাখ ৭১ হাজার টাকা।

Saturday, January 18, 2014

WALTON Wallpad-7

দেশীয়  বাজারে আন্ড্রয়েড চালিত স্মার্ট ফোনের অব্যহত সাফল্যের পর গত মাসের শুরুতেই দেশীয় প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়াল্টন বাজারে নিয়ে আসে তাদের প্রথম অ্যান্ড্রয়েডচালিত ওয়ালপ্যাড ৭ ট্যাব। ওয়াল্টন তাদের স্মার্টফোনগুলো দিয়ে ভোক্তা মহলে বেশ ভাল সাড়া ফেলতে সক্ষম হয়। মূলত এ কারণেই মুক্তির আগে থেকেই ওয়াল্টনের ট্যাব সম্পর্কে দেশি প্রযুক্তি প্রেমীরা বেশ আগ্রহী ছিলেন। আমাদের আজকের হ্যান্ডস অন রিভিউতে থাকছে- ওয়াল্টনের ওয়ালপ্যাড ৭ ট্যাবটি। তো চলুন দেখে নেই, ওয়ালপ্যাড ৭ গ্রাহকদের আশা আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন ফেলতে পেরেছে।


এক নজরে ওয়ালপ্যাড ৭ এর প্রধান ফিচার সমুহঃ
  • প্রসেসরঃ কর্টেক্স এ৭ ভিত্তিক কোয়াড কোর প্রসেসর, ১.২ গিগাহার্জ ক্লক স্পিড।
  • চিপসেটঃ মিডিয়াটেক ৮৩৮৯
  • ডিসপ্লেঃ ৭ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে, রেজুলেশান ১২৮০x৮০০ পিক্সেল, ক্যাপাসিটিটিভ টাচ
  • র‍্যামঃ ১ গিগাবাইট, ইউজার অ্যাভেলেবল ৯৫৭ মেগাবাইট।
  • জিপিইউঃ পাওয়ার ভিআর এসজিএক্স ৫৪৪ এমপি
  • ইন্টারনাল স্টোরেজঃ ৮ গিগাবাইট, ১.২ গিগাবাইট অ্যাপ ইন্সটলেবল
  • ডুয়াল ক্যামেরাঃ ৫ মেগা পিক্সেল রিয়ার, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা
  • ১০৮০ পি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং এবং প্লেব্যাক
  • সিম সাপোর্টঃ নেটওয়ার্ক টাইপ- UMTS/GSM, নেটওয়ার্ক স্পিডঃ GPRS/EDGE/3G/HSPA/HSPA+
  • জিপিএস, ব্লু টুথ, ওয়াই ফাই কানেক্টিভিটি
  • ইউএসবি ওটিজি সাপোর্ট
  • ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং
  • ৪০০০ মিলি এম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি
প্রধান দুর্বলতাঃ
  • লাউড স্পিকার সাউন্ড খুব তীক্ষ্ণ যেটি কানে লাগে
  • কিছুটা ল্যাগি ইউজার ইন্টারফেজ
  • গেমিং পারফর্মেন্স আশানরুপ নয়
  • নেটিভ ভিডিও কোডেক এর স্বল্পতা, ক্ষেত্র বিশেষে দুর্বল ভিডিও রেন্ডারিং

     
ওয়াল্টন ওয়ালপ্যাড ৭ এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক চিপসেট। সচরাচর স্বল্প মূল্যের ট্যাবগুলোতে এর আগে আমরা রকচিপ, অ্যামলজিক নতুবা অল উইনার চিপ ব্যবহৃত হতে দেখেছি। মিডিয়াটেক স্মার্টফোনের মাধ্যমে ইতোমধ্যে বাজারে নিজেদের আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। বিশেষকরে কম দামে মোটামুটি হাই এন্ড ডিভাইসে মিডিয়াটেক চিপ ব্যবহার করা হয়ে থাকে বলে বাজেট ইউজারদের কাছে মিডিয়াটেক বেশ জনপ্রিয়। অন্যদিকে ওয়ালপ্যাড ৭ এ রয়েছে সিম ব্যবহারের সুবিধা। ১০০০০-১৫০০০ টাকার ডিভাইসগুলোতে সচরাচর সিম ব্যবহারের সুবিধা দেখা যায় না। কোয়াডকোর প্রসেসর, পাওয়ার ভিআর জিপিইউ, ১ জিবি র‍্যামের ডিভাইসটির স্পেসিফিকেশনও বেশ আকর্ষণীয়। স্মার্টফোনে সাফল্য লাভের পর ট্যাবেও মিডিয়াটেক সফল হবে একথা আশা করা অমূলক কিছু নয়। দেশের বাজারে ট্যাবলেটের ক্ষেত্রে তারা কতটা সফল হতে পেরেছে এ কথা খুব শীঘ্রই আমরা জানতে পারব।
রিটেইল বক্সে যা থাকছেঃ
ওয়ালপ্যাড ৭ বাজারজাত করা হয়েছে একটি সুদৃশ্য এবং বেশ কমপ্যাক্ট বক্সে। প্রয়োজন অতিরিক্ত বক্সটি অযথা বড় করা হয়নি। বক্সটি খোলার পর ভেতরে থাকছে-
  • একটি ওয়াল্টন ওয়ালপ্যাড ৭ ট্যাব
  • একটি চার্জার
  • একটি ইন ইয়ার ঘরানার ইয়ার পিস এবং 
  • ওয়ারেন্টি কার্ড
চার্জার এর সাথে থাকা ক্যাবলটি আলাদাভাবে ডাটা ক্যাবল হিসেবে ব্যবহারের সুযোগ রয়েছে। ইয়ার পিসটি খুব বেশি মান সম্মত না হলেও যে জিনিসটি ভাল লেগেছে সেটি হল এর ক্যাবল। চ্যাপ্টা ক্যাবল ব্যবহার করায় এটি ছিঁড়ে যাবার সম্ভবনা কম। মোট কথা একটি স্ট্যান্ডার্ড রিটেইল বক্সে যা যা থাকা দরকার এক্ষেত্রেও তাই থাকছে। 
Box

ডিজাইন এবং বিল্ট কোয়ালিটিঃ

লম্বাটে চার কোনা করে তৈরি করা হয়েছে ওয়াল প্যাড ৭। ডিভাইসটি উচ্চতায় ১৮৯ মিলিমিটার, প্রস্থে ১১৫.৫ মিলিমিটার এবং পুরুত্তে ৮.৯ মিলিমিটার। ওজন ব্যাটারিসহ ৩০৯.৪৬ গ্রাম।এর ডিজাইন অনেকটা প্রথম জেনারেশন নেক্সাস ৭ ট্যাবের মত। তবে বিল্ট কোয়ালিটিতে নেক্সাসের সাথে এর বিস্তর পার্থক্য রয়েছে। তাই আপাতত সেদিকে যাচ্ছি না। ওয়াল প্যাড ৭ এর ম্যাটিরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং স্টেইনলেস স্টিল। ডিভাইসটির পেছনের দিকের প্রায় পুরোটাই স্টেইনলেস স্টিলের তৈরি, কেবল উপরে এবং নিচের দিকে প্লাস্টিকের শেল রয়েছে। পেছন থেকে দেখতে ডিভাইসটি বেশ আকর্ষণীয় যেটি আপনাকে প্রিমিয়াম ফিল দেবে। পেছন থেকে উপরে বাদিকের কোনায় রয়েছে ক্যামেরা। নিচের দিকে বাম কোনায় রয়েছে সিম এবং মাইক্রো এস ডি কার্ড স্লট। আর ডানদিকে রয়েছে লাউড স্পিকার। এ দুটোর ঠিক মাঝামাঝি ছোট একটি রিসেট বাটন। পেছন দিক থেকে ডান পাশের বর্ডারে রয়েছে পাওয়ার, ভলিউম রকার এবং হোম বাটন। এছাড়া উপরের বর্ডারে বাদিকে রয়েছে ইউ এস বি কাম চার্জিং পোর্ট এবং ডান দিকে রয়েছে ৩.৫ এম এম অডিও জ্যাক।



সামনের দিক থেকে সম্পূর্ণ ডিসপ্লের চারপাশে রয়েছে বেশ প্রশস্ত বেজেল। উপরের দিকের ঠিক মাঝখানে রয়েছে ইয়ার পিস। এর পাশেই ডানদিকে রয়েছে দুটি সেন্সর- প্রক্সিমিটি এবং লাইট সেন্সর এবং একেবারে ডান দিকের কোনায় রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

 

আগেই বলা হয়েছে পেছনের দিক, ডিভাইসটির সবচেয়ে আকর্ষণীয় দিক। কিন্তু এতে কিছু সমস্যাও রয়েছে। স্টেইনলেস স্টিল ব্যবহার করার ফলে এতে স্ক্রাচ পরে যাবার সম্ভবনা রয়েছে। তাছাড়া রাবার গ্রিপ ব্যবহার না করায় অসাবধানতা বশত এটি হাত থেকে ফসকে যাবার সম্ভবনা রয়েছে।

 

হার্ডওয়্যার এবং সফটওয়্যারঃ

ডিভাইসটির হার্ডওয়্যার এর উল্লেখযোগ্য দিক হল কোয়াড কোর কর্টেক্স এআরএম ৭ আর্কিটেকচার ভিত্তিক প্রসেসর যার ক্লক স্পিড ১.২ গিগাহার্জ। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক এমটি ৮৩৮৯ চিপ। এছাড়া আরও আছে ১ গিগাবাইট র‍্যাম যার মধ্যে ৯৫৭ মেগাবাইট ব্যবহারযোগ্য, পাওয়ার ভিআর এসজিএক্স ৫৪৪ এম পি জিপি ইউ, ৪০০০ মিলি এম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। সেন্সরের মধ্যে রয়েছে, থ্রি এক্সিস এক্সিলারোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর। ডিভাইসটির অফিসিয়াল ডাটা অনুযায়ী এতে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার এবং ২ মেগা পিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। কিন্তু ক্যামেরা সেটিং এবং বেঞ্চমার্ক টুল হতে প্রাপ্ত তথ্য মতে এর রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল, যেটি আমাদের বেশ অবাক করেছে। ডুয়াল ক্যামেরার সুবিধা থাকলেও ডিভাইসটিতে কোন ফ্ল্যাশ নেই, যেটি ডিভাইসটির হার্ড ওয়্যার এর অন্যতম দুর্বলতা। হার্ড ওয়্যার স্পেসিফিকেশন অনুযায়ী ডিভাইসটি এর ব্যবহারকারীদের বেশ ভাল মানের কর্মদক্ষতা প্রদান করতে সক্ষম হবার কথা।

 

সফটওয়্যার হিসেবে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে আন্ড্রয়েড জেলিবিন ৪.২.২ সংস্করণ। এক্ষেত্রে আলাদাভাবে বলার কিছু নেই। ৪.২.২ জেলিবিনের সকল সুযোগ সুবিধাই ডিভাইসটিতে রয়েছে। তবে সর্বশেষ আন্ড্রয়েড ভার্শন কিটক্যাট ৪.৪.২ এর তুলনায় ৪.২.২ কিছুটা পুরনো।

ডিসপ্লে, টাচ রেসপন্স, ইউজার ইন্টারফেজঃ

ওয়ালপ্যাড ৭ এ ব্যবহার করা হয়েছে ৭ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে যার রেজুলেশন ১২৮০ x ৮০০ পিক্সেল। ডিভাইসটির ডিসপ্লে এর অন্যতম প্রধান আকর্ষণ। ডিসপ্লের কালার স্যাচুরেশন আমাদের কাছে বেশ একুরেট বলে মনে হয়েছে। ভিডিও প্লেইং এর ক্ষেত্রে এর ভিভিড, ব্রাইট, লাইভ কালার আউট পুট আপনাকে বেশ প্রশান্তির অনুভূতি দেবে। আরেকটি কথা না বললেই নয়, ডিভাইসটির ভিউইং অ্যাঙ্গেল ও বেশ ভাল মানের। কোনাকুনি ভাবে প্রায় ১৬০ ডিগ্রি পর্যন্ত আপনি কোন প্রকার সমস্যা ছাড়াই ডিসপ্লের কন্টেন্ট উপভোগ করতে পারবেন। তবে ডিভাইসটিতে ডিসপ্লের প্রটেকশন হিসেবে আলাদা কোন প্রযুক্তি ব্যবহার করা হয় নি। সমসাময়িক অধিকাংশ স্মার্ট ফোন এবং ট্যাবে ডিসপ্লে প্রটেকশন হিসেবে গরিলা গ্লাসের ব্যবহার লক্ষ্য করা যায়।
ক্যাপাসিটিটিভ টাচ ব্যবহৃত হওয়ায় ডিভাইসটির টাচ রেসপন্স বেশ স্মুথ এবং অ্যাকুরেট। এর সাথে যুক্ত হয়েছে মাল্টিটাচ সাপোর্ট। স্বল্প মূল্যের ট্যাবগুলোতে সাধারণত টাচ রেসপন্স নিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। সেদিক থেকে ওয়াল্টন ওয়ালপ্যাড ৭ ব্যবহারকারীদের একদম ত্রুটিমুক্ত টাচ ব্যবহারের অভিজ্ঞতা দিবে।
ইউজার ইন্টারফেজ হিসেবে ওয়ালপ্যাডে ব্যবহার করা হয়েছে স্টক জেলিবিন আন্ড্রয়েড ইউআই। অর্থাৎ ওয়াল্টন এর ইউজার ইন্টারফেজে কোন প্রকার কাস্টমাইজ করেনি। এর আগে আমরা ওয়াল্টনের কিছু ফোনে কাস্টমাইজড ইউআই এর ব্যবহার দেখেছি। স্টক আন্ড্রয়েড ইউআই প্রেমীরা সাধারণত অন্যকোন ইউজার ইন্টারফেজ এ স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ডিভাইসটিতে স্টক আন্ড্রয়েড ইউআই ব্যবহার হওয়াতে এটি স্টক বা ভ্যানিলা আন্ড্রয়েড প্রেমীদের খুব ভাল লাগবে। এর ডিফল্ট লঞ্চারটি কিছুটা ল্যাগি, হোম স্ক্রিন কিংবা অন্য কোথাও পেইজ ট্রানজিশন এর ক্ষেত্রে যেটি চোখে পড়বে।  বিগত কয়েক বছর ধরে গুগল এর ট্যাব্লেট ইউআই ( ল্যান্ডস্কেপ মোড) এ পরিবর্তন এনে নতুন ‘ফ্যাব্লেট ইউআই’ ( পোর্ট্রেইট) এর প্রবর্তন করেছে।  এরই ধারাবাহিকতায় ওয়ালপ্যাড ৭ এর ক্ষেত্রেও ফ্যাব্লেট ইউআই ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে ডিভাইসটির সফট কি গুলো কিছুটা কাস্টমাইজ করা হয়েছে। নেক্সাস ট্যাবগুলোতে যেখানে কেবল মাত্র তিনটি সফট কি- ব্যাক, হোম, ব্যাকগ্রাউন্ড রানিং অ্যাপ কি ব্যবহার করা হয় সেখানে এই ডিভাইসটিতে এ তিনটি সফট কি ছাড়াও অতিরিক্ত- মেন্যু কি, ভলিউম ডাউন, ভলিউম আপ এবং স্ক্রিনশট কি ব্যাবহার করা হয়েছে। স্ক্রিনশট কি ব্যবহার কারীদের বেশ কাজে আসবে। এর ফলে অন্য কোন অ্যাপ ব্যবহার না করে কিংবা কোন কম্বিনেশন কি না চেপে সহজেই ব্যবহারকারীরা স্ক্রিনশট নিতে পারবেন। আরেকটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে ডুয়াল প্যানেল ভিউ। ডুয়াল প্যানেল ভিউ সুবিধা থাকায় সেটিং মেন্যুর সাব মেন্যুতে থাকা সব অপশন এখন একটি প্যানেল থেকেই দেখা যাবে। এছাড়া উইজেট হিসেবে রয়েছে গুগল অ্যানালগ ক্লক উইজেট, মিউজিক উইজেট, পাওয়ার কন্ট্রোল উইজেট প্রভৃতি। নিচের স্ক্রিন শটে হোম পেইজ দেখা যাচ্ছে। প্রথমটি পোর্ট্রেইট এবং দ্বিতীয়টি ল্যান্ডস্কেপ মোড ব্যবহার করে নেয়া হয়েছে। লঞ্চার হিসেবে Holo Launcher HD ব্যবহার করা হয়েছে।

  

মাল্টিমিডিয়া- ক্যামেরা, অডিও, ভিডিওঃ

ওয়ালপ্যাড ৭ একটি পুর্নাঙ্গ মাল্টিমিডিয়া ডিভাইস। এতে রয়েছে অডিও,ভিডিও এবং ক্যামেরার বেশ ভাল একটি কম্বিনেশন।
ডিভাইসটির অডিও কোয়ালিটি নিয়ে আমাদের তেমন কোন অভিযোগ নেই। তবে লাউড স্পিকারের অডিও আউটপুট আমাদের কিছুটা হতাশ করেছে। লাউড স্পিকারের অডিও বেশ তীক্ষ্ণ এবং এটি যদি আপনি অনেক্ষন ধরে শুনতে থাকেন তাহলে বেশ বিরক্তির উদ্রেগ করবে। কম ভলিউম এ অডিও শোনার ক্ষেত্রে ব্যাপারটি হয়তো আপনাকে এড়িয়ে যেতে পারে, কিন্তু ভলিউম বাড়ানোর সাথে সাথে পার্থক্য আপনার কাছে স্পষ্ট হবে। আমরা ধারণা করছি এটি ডিভাইসের সাউন্ড ইঞ্জিনের কোন সমস্যা নয়। লাউড স্পিকার ডিভাইসের পিছনের দিকে হওয়ায় এবং অডিও থ্রো করার মিডিয়া সরু হওয়ায় সাউড ওয়েভ ঠিকভাবে আয়েশে বের না হতে পারায় এই সমস্যা হচ্ছে বলে আমাদের বিশ্বাস। ডিভাইসটিতে ইয়ার পিসের সাহায্যে অডিও আউটপুট বেশ প্রশান্তি ময়। আগেই উল্লেখ করেছি ইয়ার পিসের কোয়ালিটি খুব বেশি সন্তোষজনক নয়, তা সত্ত্বেও এটি দিয়ে গান কিংবা অন্য কোন অডিও উপভোগ করতে আপনার খারাপ লাগবে না। ভাল মানের ইয়ার পিস ব্যবহার করলে ডিভাইসটি থেকে আপনি বেশ ভাল অডিও এক্সপেরিয়েন্স পেতে পারবেন বলে আমাদের বিশ্বাস।
সাধারণত বাজেট ফ্রেন্ডলি ট্যাবগুলোতে ডুয়াল ক্যামেরা দেখা যায় না। কেবল মাত্র ভিডিও কল করার জন্য ফ্রন্ট ফেসিং ক্যামেরাই বেশিরভাগ ডিভাইসে দেয়া থাকে। সেদিক থেকে ওয়ালপ্যাড ৭ ডিভাইসটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আমরা ইতোমধ্যে জেনেছি, অফিসিয়াল ডাটাতে ৫ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল এর কথা উল্লেখ থাকলেও আসলে রিয়ার ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলে ছবি তুলতে সক্ষম। ডিভাইসটির ক্যামেরা ইন্টারফেজ আর অন্য যে কোন মিডিয়াটেক ডিভাইসের মতই। ক্যামেরার উল্লেখযোগ্য ফিচার গুলোর মধ্যে রয়েছে, অটো ফোকাস, এইচ ডি আর, ফেস ম্যাজিক, প্যানারোমা, অটো ফেস ডিটেকশন সুবিধা প্রভৃতি। ক্যামেরা সেটিং থেকে আলাদা ভাবে ‘সিন’ নির্বাচন করার সুবিধাও থাকছে। রয়েছে ছবির সাথে জিপি এস থেকে প্রাপ্ত লোকেশন জুরে দেওয়ার সুবিধা, বিভিন্ন কালার ইফেক্ট নির্বাচনের সুবিধা, সেলফ টাইমার মোড, কাস্টম আই এস ও নির্বাচনের সুবিধা, টানা ৯৯ টি পর্যন্ত মাল্টি শট নেয়ার সুবিধা। এছাড়া ম্যানুয়াল হোয়াইট ব্যালেন্স এবং এন্টি ফ্লিকার অপশন তো থাকছেই।
এত সব ফিচার থাকার পরও এর ক্যামেরার ছবির মান মোটামুটি। ফ্ল্যাশ লাইট না থাকা ডিভাইসটির একটি বড় দুর্বলতা। কম আলোতে, বিশেষ করে রাতের বেলায় ডিভাইসটি দিয়ে ছবি তুলতে বেশ বেগ পেতে হবে। নিচে ওয়ালপ্যাড ৭ এর সাহায্যে তোলা কিছু ছবি স্যাম্পল হিসেবে দেয়া হল- প্রথম ছবিটি আউটডোর, দ্বিতীয়টি ইনডোর এবং সবশেষের টি রাতের আলোতে তোলা। সাইটের সুবিধার জন্য ইমেজ রেজুলেশন কমিয়ে সাইজ ছোট করে দেয়া হয়েছে।





ক্যামেরাতে যথেষ্ট পরিমান অপশন থাকলেও ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে খুব বেশি অপশন নির্বাচনের সুযোগ নেই। উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ইলেক্ট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন যা সংক্ষেপে ই আই এস নামে পরিচিত। ভিডিও রেকর্ডারের সাহায্যে সর্বোচ্চ ১৯২০ x ১০৮০ রেজুলেশন অর্থাৎ ফুল এইচ ডি ভিডিও ধারন করা যাবে। ভিডিও প্লে ব্যাকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে একটা বিষয় আমাদের হতাশ করেছে। সেটি হল, ডিভাইসটির ন্যাটিভ ভিডিও কোডেক সাপোর্ট। দুর্বল ন্যাটিভ কোডেক সাপোর্টের কারণে বেশ কিছু ভিডিও প্লে ব্যাকের সময় আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। অনেক ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার পরেও সমস্যা থেকে গেছে। কাজেই ভিডিও প্লে ব্যাকের ক্ষেত্রে ব্যবহারকারীরা কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। ভাল মানের থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে সমস্যার অনেকটাই কাটিয়ে নেয়া সম্ভব হবে। MX Player ব্যবহার করে চালানো ভিডিওর স্ক্রিনশট নিচে দেয়া হল।




গেমিংঃ

অনেক ব্যবহারকারীই শুধু মাত্র গেমিং এর জন্য ট্যাব ব্যবহারের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তবে ওয়ালপ্যাড ৭ আপনাকে হতাশ করবে। স্পেসিফিকেশনে আমরা দেখেছি কোয়াডকোর ১.২ গিগাহার্জ প্রসেসর, ১ গিগাবাইট র‍্যাম এবং জিপি ইউ পাওয়ার ভি আর এস জি এক্স ৫৪৪ এম পি যেটি ওপেন জি এল ২ সমর্থন করে। এতদসত্তেও হালকা, মাঝারি এবং ভারি মানের গেমগুলোতে আমরা ডিভাইসটি থেকে আশানুরূপ পারফর্মেন্স পেতে ব্যর্থ হয়েছি। প্রায় একই ধরনের স্পেসিফিকেশনের মিডিয়াটেক চিপ চালিত স্মার্ট ফোন গুলোতে যে গেমগুলো হাই সেটিংস এ কোন প্রকার ল্যাগ ছাড়াই আমরা এর আগে চালিয়েছি সেই গেমগুলোর প্রতিটিতেই ওয়ালপ্যাড ৭ ব্যবহার করে হালকা থেকে মাঝারি ল্যাগ পেয়েছি। কিছু গেমের ক্ষেত্রে আমরা হাই সেটিংস এনেবল করতে পর্যন্ত অসমর্থ হয়েছি। মূলত বিভিন্ন টার্ন, জাম্পিং, রানিং এগুলোতে ডিভাইসটি প্রচুর ফ্রেম স্কিপ করে গেছে আর যার কারণেই গেমগুলো ল্যাগ করেছে। যে গেম গুলো আমরা ডিভাইসটিতে চালিয়ে দেখেছি সেগুলো হল- টেম্পল রান সিরিজ, ফ্রুট নিনজা, জিটিএ ভাইস সিটি, রিয়েল রেসিং ৩, এনএফএস মোস্ট ওয়ান্টেড। ভাইস সিটি গেম থেমে একটি স্ক্রিনশট নিচে দেয়া হল।



কানেক্টিভিটি, ইন্টারনেট এক্সপেরিয়েন্স এবং অন্যান্যঃ 

ডিভাইসটির কানেক্টিভিটি অপশন বেশ শক্তিশালী। ডিভাইসটি তে রয়েছে ব্লু টুথ ৪, ওয়াই ফাই, মাইক্রো ইউ এস বি ২, ওয়্যার লেস ডিসপ্লে শেয়ারিং এবং ইউ এস বি অন দি গো বা ওটিজি সুবিধা। পাশাপাশি রয়েছে জিপিএস এবং এজিপিএস কানেক্টিভিটি সুবিধা। একই বাজেটের বাজারে প্রচলিত অনেক ডিভাইসেই এ সবগুলো সুবিধা নেই। সেদিক থেকে ওয়ালপ্যাড তার অনেক প্রতিদ্বন্দ্বী থেকেই এগিয়ে রয়েছে।
ডিভাইটির সব চেয়ে বড় শক্তিশালী দিক হচ্ছে সিম ব্যবহারের সুবিধা। আপনি চাইলে এটিকে আপনার ফোনের বিকল্প হিসেবেও ব্যবহার করতে পারেন। ২ জি এবং ৩ জি উভয় ধরনের সিমই এতে ব্যবহার করা যাবে। সিম সুবিধা থাকার কারণে ইন্টারনেট ব্যবহারও অনেক সহজ। অনেক ব্যবহারকারীর পক্ষেই কেবল মাত্র ওয়াই ফাই ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয় না। সেক্ষেত্রে তাদের ডিভাইসের জন্য আলাদা মোডেম বা রাউটার কেনার দরকার পরে। সরাসরি সিমের মাধ্যমে ডিভাইটিতে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব বলে ব্যবহারকারীদের আর মোডেম কিংবা রাউটার এর ঝামেলায় পরতে হবে না। এতে অর্থেরও সাশ্রয় হবে।
ডিফল্ট ব্রাউজার হিসেবে এতে স্টক আন্ড্রয়েড ব্রাউজার ব্যবহার করা হয়েছে। আলাদা ভাবে অ্যাডোবি ফ্ল্যাশ প্লাগিনও ইন্সটল করা আছে। কাজেই ফ্ল্যাশ সমর্থিত ওয়েবসাইট দেখতে ব্যবহারকারী কোন ধরনের সমস্যায় পরবেন না। ডিফল্ট ব্রাউজারটি বেশ দ্রুততার সাথেই কাজ করতে সক্ষম। ৭ ইঞ্চির উজ্জ্বল ডিসপ্লে, একুরেট ফন্ট রেন্ডারিং থাকায় ডিভাইসটি এর ব্যবহারকারীদের প্রশান্তিময় ইন্টারনেট এক্সপেরিয়েন্স প্রদানে সক্ষম হবে। স্ক্রিনশটে ওয়ালপ্যাডে টেক প্রিয়।

 
ব্যাটারি ব্যাকআপঃ 

এইচডি ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর সম্পন্ন ডিভাইসটির শক্তি জোগাতে ব্যবহৃত হয়েছে নন রিমুভেবল ৪০০০ মিলি এম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। একবার পুরোপুরি চার্জ হতে ডিভাইটি প্রায় ২.৫-৩ ঘন্টা সময় নেয়। ব্যাকগ্রাউন্ড ইন্টারনেট চালু রেখে ফেসবুকিং, হালকা ব্রাউজিং, কিছু গান শোনা, ভিডিও দেখা, হালকা গেম খেলা প্রভৃতি কাজ করে আমরা পুরো একদিনের চেয়ে কিছু বেশি ব্যাক আপ পেয়েছি। হেভি ইউজাররা অনায়াসে একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন বলে আমাদের বিশ্বাস। সব দিক বিবেচনায়, ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপ আরও কিছটা বেশি হতে পারত। ৪৫০০ মিলি এপমিয়ার ব্যাটারি ডিভাইসটিকে আরও আকর্ষণীয় করতে পারত।

বেঞ্চমার্কঃ

বরাবরের মতই ডিভাইসটির ক্ষমতা পরীক্ষার জন্য আমরা কিছু বেঞ্চমার্ক পরীক্ষা করেছি। প্রথমেই Antutu Benchmark.  বেঞ্চমার্ক করতে Antutu Benchmark অ্যাপ এর সর্বশেষ ভার্শন ব্যবহার করা হয়েছে। Antutu Benchmark অনুযায়ী ডিভাইসটির স্কোর ১৩২০৭ যেটি মোটামুটি ভাল মানের একটি স্কোর। তালিকায় এইচটিসি ওয়ান এক্স এর পরপরই ওয়ালপ্যাডের স্থান।

 

Quadrant Advanced Benchmark অনুসারে এর স্কোর ৪১৮০। এখানেও এইচটিসি ওয়ান এক্স এর ঠিক পরেই ডিভাইটির স্থান।



জিপিইউ পারফর্মেন্স দেখার জন্য আমরা Nenamark 2 এর সাহায্য নিয়েছি। Nenamark 2 তে ডিভাইসটির স্কোর ৪৪.৪ এফপিএস যেটি একটি মাঝারি মানের স্কোর।



উপসংহারঃ 

ওয়াল্টন ওয়ালপ্যাড ৭ দেশীয় বাজারে একটি চমৎকার বাজেট ফ্রেন্ডলি ট্যাব। ১০০০০-১৫০০০ টাকার মধ্যে ট্যাবের চাহিদাও বাজারে কম নয়। নন্দিত ব্র্যান্ড গুলোর ট্যাব কেনার জন্য যেখানে আপনাকে নুন্যতম ২০০০০ টাকা খরচ করতে হবে সেখানে ওয়াল্টন সহ অন্যান্য দেশি ব্র্যান্ডকেই অধিকাংশ ক্রেতা এগিয়ে রাখবে। এর আগে বিভিন্ন প্রতিষ্ঠান সরাসরি চায়না থেকে স্বল্প বাজেটে ট্যাব বাজারজাত করলেও অধিকাংশ ক্ষেত্রে ক্রেতাদের ওয়ারেন্টি সংক্রান্ত ঝামেলায় পরতে হয়েছে। আবার অধিকাংশ ট্যাবেই সিম ব্যবহারের সুবিধা ছিল না। ওয়ালপ্যাড ৭ এ সমস্ত সমস্যার চমৎকার এক সমাধান। উপরে উল্লেখিত ছোট খাট কিছু সমস্যা ছাড়া ডিভাইসটি এই দামের মধ্যে বাজারের অন্যতম সেরা একটি ডিভাইস।
তবে, ওয়াল্টন ওয়ালপ্যাড কে বাজারে টিকতে হলে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। কেননা প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রতিষ্ঠান ইতোমদ্ধে একই বাজেটে প্রায় সমান সুবিধা সম্পন্ন ডিভাইস বাজারজাত করা শুরু করে দিয়েছে। কাছাকাছি দামের মধ্যে সিম্ফনির বাজারে নতুন আসা সিম্ফিনি ট্যাব টিএইট কিউ, গ্যাজেট গ্যাং ৭ এর আইনল এএক্স ১, কিংবা ওয়াল্টনেরই ওয়ালপ্যাড ৮, ওয়াল্টন ওয়ালপ্যাড ৭ এর বড় প্রতিদ্বন্দ্বী। এছাড়া বাজারে বর্তমানে ওয়ারেন্টি ছাড়া একই মূল্যে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৩ এর ওয়াইফাই সংস্করণও পাওয়া যাচ্ছে।
দেশীয় বাজারে ওয়াল্টন ওয়ালপ্যাড ৭ ট্যাবটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৪৯০ টাকা মাত্র। সব দিক বিবেচনায় এই দামে আপনি কি ট্যাবটি কেনার কথা ভাবছেন?