প্রযুক্তির নিত্যবদলের সঙ্গে থাকা চাই নতুন
স্মার্টফোন। চলতি বছরে নতুন কী কী স্মার্টফোন বাজারে আসছে, তাও তো জানা
চাই। জেনে নিন, চলতি বছরে আসবে এমন স্মার্টফোনগুলোর মধ্যে সেরা কয়েকটির
বৃত্তান্ত। ভ্যালুওয়াক ডটকম অবলম্বনে লিখেছেন রানা আব্বাস
এইচটিসি ওয়ান এম৯
বাজার কাঁপাতে আসছে দুর্দান্ত স্মার্টফোন-ওয়ান এম ৯! ধারণা করা হচ্ছে, এ
ফোনটি দিয়ে অ্যাপল, স্যামসাংয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে
এইচটিসি। আগামী মার্চে বার্সেলোনায় অনুষ্ঠেয় বিশ্ব মোবাইল কংগ্রেসেও
ফোনটি প্রদর্শন করবে না এইচটিসি। ফলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
সনি এক্সপেরিয়া জেড ৪
সনি এক্সপেরিয়া জেড ৪
২০১৪ সালটা ভালো যায়নি সনির। ব্যর্থতা কাটিয়ে উঠতে সনি নজর দিচ্ছে মুঠোফোনে। এ বছর তারা আনছে এক্সপেরিয়া জেড ৪। ফোনটিতে থাকছে আট-কোর স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, ৪ গিগাবাইট র্যা ম ও কোয়াড এএইচডি পর্দা।
এলজি জি ৪
এলজি জি৩ ফোনই এই প্রতিষ্ঠানের সবচেয়ে সেরা স্মার্টফোন। আরও এক ধাপ এগোতে চায় এলজি। আসছে গ্রীষ্মে বাজারে আনতে যাচ্ছে জি৪।
আইফোন ৭
অ্যাপলের পণ্য মানেই বাজারে হইচই, মানুষের তুমুল আগ্রহ। আবারও আলোড়ন সৃষ্টি করতে এ বছর অ্যাপল বাজারে আনছে আইফোন ৭। কিছু সমালোচনা থাকার পরও আইফোন ৬ পেয়েছে তুমুল জনপ্রিয়তা। দেখা যাক, সেটিকে ছাড়াতে পারে কি না অ্যাপলের নতুন সংযোজন।
মাইক্রোসফট লুমিয়া ৯৪০
নকিয়ার সঙ্গে সম্পর্ক টুটে যাওয়ার পর মাইক্রোসফট হাঁটছে নিজেদের মতো করেই। এ বছর তারা বাজারে আনতে যাচ্ছে লুমিয়া ৯৪০। এ ফোনে থাকবে অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০।
আইফোন ৬এস
আইফোন ৭-এর তুলনায় ‘ছোট’ পরিসরে স্মার্টফোন আইফোন ৬এস। মূলত অ্যাপল ঘড়ির জন্য এ ফোনটা আনছে অ্যাপল।
নেক্সাস ৬
প্রযুক্তির দুনিয়ায় গুগল হতে পারে বিরাট এক নাম। তবে স্মার্টফোনের দুনিয়ায় গুগলের অবস্থান খুব একটা শক্ত নয়। নতুন কিছুর প্রত্যাশায় গুগল বাজারে আনছে নেক্সাস ৬। তবে আগেরগুলোর তুলনায় এটির দাম আরও বেশি হতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এস৬
গত বছর বাজারে এসেছিল গ্যালাক্সি এস৫। তবে খুব একটা সাড়া ফেলতে পারেনি। নতুন কিছুর আশায় এবার স্যামসাং বাজারে আনছে ‘এস’ সিরিজের ষষ্ঠটি।
স্যামসাং গ্যালাক্সি নোট ৫
২০১৪ সালে ব্যাপক সাড়া ফেলেছিল স্যামসাং গ্যালাক্সি নোট ৪। তবে সামগ্রিকভাবে গেল বছরটা খুব একটা ভালো যায়নি এই কোরীয় ইলেকট্রনিকস প্রতিষ্ঠানের। তবে ‘ব্যর্থতা’ পুষিয়ে নিতে এ বছর স্যামসাং বাজারে আনছে গ্যালাক্সি নোট ৫। গুজব রয়েছে, গ্যালাক্সি নোট ৫-এর মাধ্যমে প্রথম ফোরকে রেজ্যুলেশনের পর্দা দিয়ে মুঠোফোন বাজারে নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং।
ওয়ান প্লাস টু
ওয়ান প্লাস ওয়ানের দাম নিয়ে ছিল নানা সমালোচনা। এবার ওয়ান প্লাস টু কতটা আকর্ষণ করতে পারে গ্রাহকদের, সেটিই দেখার। শোনা যাচ্ছে, নতুন ফোনটিতে থাকবে ৪ গিগাবাইট র্যা ম, স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর ও ৩৩০০ অ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি ও ৫.৫ ইঞ্চি টুকে পর্দা।
Please stay with this blog
0 comments:
Post a Comment