চলুন শুরু করা যাক।
টরেন্ট দিয়ে মুভি নামানোর জন্য টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার থাকতে হয়।এখান থেকে utorrent নামিয়ে নিন।
আমি ছবির মাধ্যমে দেখিয়ে দিবো কিভাবে সার্চ করবেন।তাই আমার ছবি গুলো ভালো ভাবে লক্ষ্য করুন।

ছবিতে দেখুন।আমি লিখেছি Dark night rises imdb. IMDB (Internet movie Data Base) হলো ছবির তথ্য ভান্ডার।আপনি যদি ছবির নাম ভুলে যান বা আংশিক মনে রাখেন তবে আংশিক অংশ এর সাথে iMDB লিখে সার্চ দিবেন।তাহলে আসল নাম সহজেই পেয়ে যাবেন। IMDB তে যেকোনো ছবির বিস্তারিত বর্ননা দেয়া আছে।

এখন ছবি এর নাম টা সিলেক্ট করে কপি করুন।এরপর এখানে যেয়ে পেস্ট করুন।এটা হলো টরেন্ট সাইট এর সার্চ ইঞ্জিন।

এবার লক্ষ্য করুন অনেক ফলাফল এসেছে।এবার আপনার পছন্দ মত ভিডিও কোয়ালিটি দেখে সিলেক্ট করে ভেতরে প্রবেশ করুন।আমি একটা তে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি।
The Pirate Bay আমার কাছে সবচেয়ে সেরা টরেন্ট সাইট।এখানে মতামত দেখে খুব সহজেই বুঝতে পারা যায় ছবিটা কেমন।
আমি গোল করে কয়েকটা জিনিশ দেখিয়ে দিয়েছি।ছবির সাইয,সিডারস এবং পিয়ারস।এবং ডাউনলোড এর লিঙ্ক।সিডার টরেন্ট ডাউনলোড এর জন্য অন্যতম গুরুত্বপুর্ন।কারন সিডার যত বেশি হবে তত ডাউনলোড স্পিড বেশি পাবেন। Get This Torrent (ম্যাগনেট লিঙ্ক) এ ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে।
YiFi-TorrenT
আমার অন্যতম সেরা টরেন্ট মুভি সাইট।এখানে সব মুভির কোয়ালিটি 720p/1080p এর।তাই মুভি সেইরকম হয়।আর এলইডি মনিটর থাকলে তো কথাই নাই।
ঠিক মত গুছিয়ে না লেখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
Please stay with this blog
0 comments:
Post a Comment