AdGuru

Monday, February 3, 2014

Toshiba different new model Laptop now at Bangladesh

২২ ডিসেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে উন্মোচিত হলো তোশিবার নতুন স্যাটেলাইট সি৪০-থার্ড জেনারেশন কোর আই থ্রি, স্যাটেলাইট ইউ৯২০টি কোর আই ফাইভ আল্ট্রাবুক, স্যাটেলাইট ইউ৮৪০ডব্লিউ কোর আই ফাইভ সিনেমাটিক আল্ট্রাবুক এবং বিশ্বের সবচেয়ে হালকা আল্ট্রাবুক পোর্টিজি জেড৯৩০ ল্যাপটপগুলো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, তোশিবা একটি জাপানি ব্র্যান্ড। গুণগত সেবার মাধ্যমে তোশিবা বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তিপ্রেমীদের কাছে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছে। তোশিবা ব্র্যান্ডের অন্যতম প্রধান মূলনীতি হচ্ছে, যে কোনো মূল্যে পণ্যের গুণগত মান ঠিক রাখা। বিশেষ করে তোশিবা ব্র্যান্ডের ল্যাপটপের বিক্রয়োত্তর সেবার যে পলিসি, তা অন্য যে কোনো ব্র্যান্ডের তুলনায় শ্রেয়তর। তাই তোশিবা ল্যাপটপ ব্যবহারকারীরা যে কোনো ধরনের ভোগান্তি থেকে সব সময়ই নিরাপদ থাকেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং ল্যাপটপ মার্কেটিং বিভাগের প্রধান মুজাহিদ আলবেরুনী সুজন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তোশিবা পণ্য ব্যবস্থাপক রেজাউল করিম তুহিন। অনুষ্ঠানে তোশিবা ল্যাপটপের নতুন অফার ঘোষণা করেন স্মার্ট মহাব্যবস্থাপক জাফর আহমেদ। তিনি বলেন, স্থবির আইটি বাজারকে সচল করার উদ্দেশ্যে আমরা প্রতিটি মডেলের তোশিবা ল্যাপটপের সঙ্গে একটি করে মোবাইল হ্যান্ডসেট উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানে বিশেষ র্যাফল ড্র এবং কুইজের ব্যবস্থা করা হয়। অবমুক্ত করা নতুন মডেলের ল্যাপটপগুলোর বিবরণ হলো—
স্যাটেলাইট সি৪০-থার্ড জেনারেশন কোর আই থ্রি : এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আই থ্রি ৩১২০এম প্রসেসর, ইন্টেল সেভেন সিরিজ এক্সপ্রেস চিপসেট, ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ এবং ডিভিডি রাইটার। মূল্য : ৩৮,৯০০ টাকা।
স্যাটেলাইট ইউ৯২০টি কোর আই ফাইভ আল্ট্রাবুক : এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল ইউএলভি কোর আই ফাইভ ৩৩৩৭ইউ প্রসেসর, উইন্ডোজ এইট ৬৪ বিট জেনুইন অপারেটিং সিস্টেম, ইন্টেল এইচএম৭৭ চিপসেট, ২ জিবি এনভিদিয়া গ্রাফিক্স কার্ড, মাল্টি জেসচার টাচপ্যাড, ৩২ জিবি এসএসডি, ৬৪০ জিবি হার্ডড্রাইভ, থ্রিডি শক সেন্সর, ৫ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ। মূল্য : ৮৪,০০০ টাকা।
স্যাটেলাইট ইউ৯২০টি কোর আই ফাইভ আল্ট্রাবুক : এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই ফাইভ ৩৩৩৭ মডেলের প্রসেসর, অরিজিনাল উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেম, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ইন্টেল এইচএম৭৭ এক্সপ্রেস চিপসেট, ১২.৫ ইঞ্চি ডিসপ্লে, এইচডি গ্রাফিক্স কার্ড, ১২৮ জিবি এসএসডি, ব্লুটুথ ৪.০ সহ আরও বেশকিছু আকর্ষণীয় ফিচার। মূল্য : ১,২৫,০০০ টাকা।
স্যাটেলাইট ইউ৮৪০ডব্লিউ কোর আই ফাইভ সিনেমাটিক আল্ট্রাবুক : সিনেমা দেখার জন্য বিশেষায়িত এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই ফাইভ ৩৩৩৭ইউ প্রসেসর, উইন্ডোজ এইট, ৬ জিবি ডিডিআরথ্রি র্যাম, ১৪.৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, ৫০০ জিবি হার্ডডিস্ক, ৩২ জিবি এসএসডি, হার্মান কার্ডন স্পিকার, ব্লুটুথ ৪.০ ও বিল্ট ইন এইচডি ওয়েবক্যাম। মূল্য : ৮৫,০০০ টাকা।
পোর্টিজি জেড৯৩০ আল্ট্রাবুক : বিশ্বের সবচেয়ে হালকা ওজনের এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই সেভেন-৩৬৮৭ইউ মডেলের প্রসেসর, উইন্ডোজ এইট প্রো ৬৪ বিট অপারেটিং সিস্টেম, ইন্টেল সেভেন সিরিজ এক্সপ্রেস চিপসেট, ৬ জিবি ডিডিআরথ্রি র্যাম (১৬ জিবি পর্যন্ত বর্ধনযোগ্য), ২৫৬ জিবি এসএসডি, ব্লুটুথ ৪.০, বিল্ট ইন ওয়েবক্যাম স্টেরিও স্পিকার, ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ এবং তিন বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা। মূল্য : ১,৭১,০০০ টাকা।

ফেসবুকের ৫ ‘হট’ অ্যাপ্লিকেশন

ফেসবুকে জীবনের একটি ডিজিটাল প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার জন্য টাইমলাইন ফিচারটি চালু করা হয়েছিল। একজন ব্যবহারকারীর কি শখ, সে কি খেতে ভালোবাসে, কোনটি তার ভালোবাসার জিনিস বা সে কি করতে চায়— এসব তথ্য ছাড়া একজনের জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠতে পারে না। দুঃখজনক হলেও সত্য, ফেসবুক টাইমলাইনে ডিফল্টভাবে এগুলো প্রদর্শনের কোনো সুযোগ নেই। ব্যবহারকারীর জীবনের এ অংশগুলোকে তুলে ধরার জন্য তাই ৬০টি লাইফস্টাইল ওয়েবসাইটের সঙ্গে চুক্তি করেছিল ফেসবুক। মাস কয়েক আগে তাদের সঙ্গে যৌথভাবে চালু করেছিল বিশেষ সব অ্যাপ্লিকেশন। ব্যবহারকারী কখন কি করছে তার রিয়েলটাইম আপডেট প্রকাশই এ অ্যাপ্লিকেশনগুলোর কাজ। ধরুন, আপনি একটি গান শুনছেন, অমনি সেটি বন্ধুরা জেনে যাবে। এ অ্যাপ্লিকেশনগুলো পাওয়া যাবে ফেসবুক.কম/অ্যাবাউট/টাইমলাইন/অ্যাপস ঠিকানা থেকে। তবে এগুলো থেকে শীর্ষ পাঁচটির বিবরণ দেয়া হলো।

১. গুডরিড
বই পড়তে এবং শেয়ার করতে যারা ভালোবাসেন অ্যাপ্লিকেশনটি মূলত তাদের জন্যই। একবার সাইন আপ করার জন্য অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি কী বই পড়ছেন তা পোস্ট করতে পারবেন। যখন আপনি এবং আপনার বন্ধু একই বই পড়বেন তখন এটি নিউজফিডে বিশেষ গ্রুপ আকারে দেখাবে।

২. সাউন্ডক্লাউড অ্যান্ড স্যাভন
গানের লিরিক এবং ইউটিউব ভিডিও যদি ফেসবুকে সহজে পোস্ট করতে চান তাহলে উপযুক্ত একটি অ্যাপ্লিকেশন হতে পারে সাউন্ডক্লাউড এবং স্যাভন। ‘লিসেন টু’ এবং ‘প্লেড’ ট্যাগে ফেসবুকে আপনি যেসব গান শুনছেন সেগুলো শোনা যাবে। এর মাধ্যমে নতুন গানের প্লে লিস্ট আইডিয়াও পাওয়া যাবে।

৩. হোয়্যার আই হ্যাভ বিন
ভ্রমণপ্রিয়দের জন্য এ অ্যাপ্লিকেশনটি অনেক উপযুক্ত। বিশ্বের কোথায় কোথায় আপনি ভিজিট করেছেন এ অ্যাপ্লিকেশন সেটি দেখাবে। ম্যাপের মাধ্যমে আপনি কোথায় ছিলেন, কোথায় বাস করেন, থাকতে চান ইত্যাদি তথ্য প্রদর্শন করে।

৪. রটেন টমেটো
মুভি ভক্তদের রটেন টমেটো সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার দরকার নেই। তবে নতুনদের জন্য সংক্ষিপ্তভাবে বলা যায়, দুনিয়ার তাবত্ মুভির রিভিউ পাবেন এখানে। আপনি কি কি মুভি দেখেছেন তা যদি টাইমলাইনে শো করতে চান তাহলে এটি একটি আদর্শ অ্যাপ্লিকেশন। কী কী দেখতে চান বা কোনগুলো অ্যাভয়েড করতে চান তাও টাইমলাইনে শো করতে পারেন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে।

৫. ফ্রেন্ডস
বন্ধুদের সঙ্গে ওয়ার্ডগেম খেলা এবং শব্দভাণ্ডার বাড়ানোর জন্য আদর্শ একটি অ্যাপ্লিকেশন। আপনি কী কী গেম খেলেছেন তা বন্ধুরা আপনার টাইম লাইনের মাধ্যমে দেখতে পারবে। অ্যাপলের অ্যাপ স্টোরে এ অ্যাপ্লিকেশনটি এরই মধ্যে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে।

0 comments:

Post a Comment