AdGuru

Thursday, January 23, 2014

New Model 4 Toshiba Laptop now are available in Bangladesh


 priyo


দেশের বাজারে উন্মুক্ত হয়েছে তোশিবার নতুন চারটি মডেলের ল্যাপটপ। এ চারটি মডেল হচ্ছে তোশিবার স্যাটেলাইট সি৪০-থার্ড জেনারেশন কোর আই থ্রি, স্যাটেলাইট ইউ৯২০টি কোর আই ফাইভ আল্ট্রাবুক, স্যাটেলাইট ইউ৮৪০ডব্লিউ কোর আই ফাইভ সিনেমাটিক আল্ট্রাবুক এবং বিশ্বের সবচেয়ে হালকা আল্ট্রাবুক পোর্টিজি জেড৯৩০। 

রাজধানীর এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ল্যাপটপগুলোর বাজারে আসার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এর চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, তোশিবা একটি জাপানি ব্রান্ড। গুণগত সেবার মাধ্যমে তোশিবা বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তিপ্রেমীদের কাছে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছে। তোশিবা ব্রান্ডের অন্যতম প্রধান মূলনীতি হচ্ছে, যেকোন মূল্যে পণ্যের গুণগত মান ঠিক রাখা। বিশেষ করে, তোশিবা ব্রান্ডের ল্যাপটপের বিক্রয়োত্তর সেবার যে পলিসি তা অন্য যেকোন ব্রান্ডের তুলনায় শ্রেয়তর। তাই তোশিবা ল্যাপটপ ব্যবহারকারীগন যেকোন প্রকারের ভোগান্তি থেকে সবসময়ই নিরাপদ থাকেন। তাছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজিস এর বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং ল্যাপটপ মার্কেটিং বিভাগের প্রধান মুজাহিদ আলবেরুনী সুজন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তোশিবা পন্য ব্যবস্থাপক রেজাউল করিম তুহিন। অনুষ্ঠানে তোশিবা ল্যাপটপের নতুন অফার ঘোষনা করেন স্মার্ট মহাব্যবস্থাপক জাফর আহমেদ। তিনি বলেন, স্থবির আইটি বাজারকে সচল করার উদ্দ্যেশ্যে আমরা প্রতিটি মডেলের তোশিবা ল্যাপটপের সাথে একটি করে মোবাইল হ্যান্ডসেট উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানে বিশেষ র‌্যাফল ড্র এবং কুইজের ব্যবস্থা করা হয়।
আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা নতুন মডেলের ল্যাপটপগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হল:


তোশিবা স্যাটেলাইট সি৪০ : এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আই থ্রি ৩১২০এম প্রসেসর, ইন্টেল সেভেন সিরিজ এক্সপ্রেস চিপসেট, ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ এবং ডিভিডি রাইটার। মূল্য: ৩৮ হাজার ৯০০ টাকা।

তোশিবা স্যাটেলাইট ইউ৯২০টি : এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল ইউএলভি কোর আই ফাইভ ৩৩৩৭ইউ প্রসেসর, উইন্ডোজ এইট ৬৪ বিট জেনুইন অপারেটিং সিস্টেম, ইন্টেল এইচএম৭৭ চিপসেট, ২ জিবি এনভিদিয়া গ্রাফিক্স কার্ড, মাল্টি জেসচার টাচপ্যাড, ৩২ জিবি এসএসডি, ৬৪০ জিবি হার্ডড্রাইভ, থ্রিডি শক সেন্সর, ৫ ঘন্টা পাওয়ার ব্যাকআপ। মূল্য: ৮৪ হাজার টাকা।

স্যাটেলাইট ইউ৯২০টি : এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই ফাইভ ৩৩৩৭ মডেলের প্রসেসর, অরিজিনাল উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেম, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ইন্টেল এইচএম৭৭ এক্সপ্রেস চিপসেট, ১২.৫ ইঞ্চি ডিসপ্লে, এইচডি গ্রাফিক্স কার্ড, ১২৮ জিবি এসএসডি সহ আরও বেশকিছু আকর্ষণীয় ফিচার। মূল্য: ১ লাখ ২৫ হাজার টাকা।

স্যাটেলাইট ইউ৮৪০ডব্লিউ : সিনেমা দেখার জন্য বিশেষায়িত এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই ফাইভ ৩৩৩৭ইউ প্রসেসর, উইন্ডোজ এইট, ৬ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ১৪.৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, ৫০০ জিবি হার্ডডিস্ক, ৩২ জিবি এসএসডি, হার্মান কার্ডন স্পীকার ও বিল্ট ইন এইচডি ওয়েবক্যাম। মূল্য: ৮৫ হাজার টাকা।

পোর্টিজি জেড৯৩০ আল্ট্রাবুক: বিশ্বের সবচেয়ে হালকা ওজনের এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই সেভেন-৩৬৮৭ইউ মডেলের প্রসেসর, উইন্ডোজ এইট প্রো ৬৪ বিট অপারেটিং সিস্টেম, ইন্টেল সেভেন সিরিজ এক্সপ্রেস চিপসেট, ৬ জিবি ডিডিআরথ্রি র‌্যাম (১৬ জিবি পর্যন্ত বর্ধনযোগ্য), ২৫৬ জিবি এসএসডি, বøুটুথ ৪.০, বিল্ট ইন ওয়েবক্যাম স্টেরিও স্পীকার, ৮ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং তিন বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা। মূল্য: ১ লাখ ৭১ হাজার টাকা।

দেশের বাজারে উন্মুক্ত হয়েছে তোশিবার নতুন চারটি মডেলের ল্যাপটপ। এ চারটি মডেল হচ্ছে তোশিবার স্যাটেলাইট সি৪০-থার্ড জেনারেশন কোর আই থ্রি, স্যাটেলাইট ইউ৯২০টি কোর আই ফাইভ আল্ট্রাবুক, স্যাটেলাইট ইউ৮৪০ডব্লিউ কোর আই ফাইভ সিনেমাটিক আল্ট্রাবুক এবং বিশ্বের সবচেয়ে হালকা আল্ট্রাবুক পোর্টিজি জেড৯৩০।

রাজধানীর এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ল্যাপটপগুলোর বাজারে আসার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এর চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, তোশিবা একটি জাপানি ব্রান্ড। গুণগত সেবার মাধ্যমে তোশিবা বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তিপ্রেমীদের কাছে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছে। তোশিবা ব্রান্ডের অন্যতম প্রধান মূলনীতি হচ্ছে, যেকোন মূল্যে পণ্যের গুণগত মান ঠিক রাখা। বিশেষ করে, তোশিবা ব্রান্ডের ল্যাপটপের বিক্রয়োত্তর সেবার যে পলিসি তা অন্য যেকোন ব্রান্ডের তুলনায় শ্রেয়তর। তাই তোশিবা ল্যাপটপ ব্যবহারকারীগন যেকোন প্রকারের ভোগান্তি থেকে সবসময়ই নিরাপদ থাকেন। তাছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজিস এর বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং ল্যাপটপ মার্কেটিং বিভাগের প্রধান মুজাহিদ আলবেরুনী সুজন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তোশিবা পন্য ব্যবস্থাপক রেজাউল করিম তুহিন। অনুষ্ঠানে তোশিবা ল্যাপটপের নতুন অফার ঘোষনা করেন স্মার্ট মহাব্যবস্থাপক জাফর আহমেদ। তিনি বলেন, স্থবির আইটি বাজারকে সচল করার উদ্দ্যেশ্যে আমরা প্রতিটি মডেলের তোশিবা ল্যাপটপের সাথে একটি করে মোবাইল হ্যান্ডসেট উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানে বিশেষ র‌্যাফল ড্র এবং কুইজের ব্যবস্থা করা হয়।
আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা নতুন মডেলের ল্যাপটপগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হল:

তোশিবা স্যাটেলাইট সি৪০ : এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আই থ্রি ৩১২০এম প্রসেসর, ইন্টেল সেভেন সিরিজ এক্সপ্রেস চিপসেট, ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ এবং ডিভিডি রাইটার। মূল্য: ৩৮ হাজার ৯০০ টাকা।

তোশিবা স্যাটেলাইট ইউ৯২০টি : এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল ইউএলভি কোর আই ফাইভ ৩৩৩৭ইউ প্রসেসর, উইন্ডোজ এইট ৬৪ বিট জেনুইন অপারেটিং সিস্টেম, ইন্টেল এইচএম৭৭ চিপসেট, ২ জিবি এনভিদিয়া গ্রাফিক্স কার্ড, মাল্টি জেসচার টাচপ্যাড, ৩২ জিবি এসএসডি, ৬৪০ জিবি হার্ডড্রাইভ, থ্রিডি শক সেন্সর, ৫ ঘন্টা পাওয়ার ব্যাকআপ। মূল্য: ৮৪ হাজার টাকা।

স্যাটেলাইট ইউ৯২০টি : এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই ফাইভ ৩৩৩৭ মডেলের প্রসেসর, অরিজিনাল উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেম, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ইন্টেল এইচএম৭৭ এক্সপ্রেস চিপসেট, ১২.৫ ইঞ্চি ডিসপ্লে, এইচডি গ্রাফিক্স কার্ড, ১২৮ জিবি এসএসডি সহ আরও বেশকিছু আকর্ষণীয় ফিচার। মূল্য: ১ লাখ ২৫ হাজার টাকা।

স্যাটেলাইট ইউ৮৪০ডব্লিউ : সিনেমা দেখার জন্য বিশেষায়িত এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই ফাইভ ৩৩৩৭ইউ প্রসেসর, উইন্ডোজ এইট, ৬ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ১৪.৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, ৫০০ জিবি হার্ডডিস্ক, ৩২ জিবি এসএসডি, হার্মান কার্ডন স্পীকার ও বিল্ট ইন এইচডি ওয়েবক্যাম। মূল্য: ৮৫ হাজার টাকা।

পোর্টিজি জেড৯৩০ আল্ট্রাবুক: বিশ্বের সবচেয়ে হালকা ওজনের এই আল্ট্রাবুকটিতে রয়েছে ইন্টেল কোর আই সেভেন-৩৬৮৭ইউ মডেলের প্রসেসর, উইন্ডোজ এইট প্রো ৬৪ বিট অপারেটিং সিস্টেম, ইন্টেল সেভেন সিরিজ এক্সপ্রেস চিপসেট, ৬ জিবি ডিডিআরথ্রি র‌্যাম (১৬ জিবি পর্যন্ত বর্ধনযোগ্য), ২৫৬ জিবি এসএসডি, বøুটুথ ৪.০, বিল্ট ইন ওয়েবক্যাম স্টেরিও স্পীকার, ৮ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং তিন বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা। মূল্য: ১ লাখ ৭১ হাজার টাকা।

0 comments:

Post a Comment